1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আলহাজ্ব আহমদ নবী সওদাগরের কবরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আবছারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন চাঁপাইনবাবগঞ্জে কবিগুরুর ১৬৩তম জন্মবার্ষিকী পালন। সামাজিক অবক্ষয় -শাহিদা আকতার জাহান কবি মিনার মনসুরের একুশে পদক প্রাপ্তি উপলক্ষে পটিয়ার বড়লিয়া গ্রামে স্বজন ও সুহৃদ সমাবেশ ফেরিঘাটে বেইলি ব্রিজে ফের টেম্পোর ধাক্কায় আহত একজন প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো এস.ডি.জীবনের ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ হতে মরহুম মওলানা আবদুস সোবহান (রহ.) এর ১০৬ তম ওফাত বার্ষিকীতে খতমে কুরআন, দোয়া মাহফিল সম্পন্ন পেকুয়া সাংবাদিক সমিতির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যৌতুক মামলার আসামী মিরাজ গ্রেফতার। চট্রগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে “আই লাভ ফরেস্ট”  স্থাপন। 

হাতিয়ায় প্রাথমিক শিক্ষকদের দুই ঘন্টার ইনডাকশন প্রশিক্ষন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার.

বৃহস্পতিবার (৬ এপ্রিল) হাতিয়ায় প্রাথমিক শিক্ষকদের দিনব্যাপি (৯টা থেকে প্যাঁচটা) ‘ইনডাকশান’ প্রশিক্ষন শুরুর দুই ঘন্টা পর শেষ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন সকাল সাড়ে নয়টায় উপজেলা রিসোর্স সেন্টারে(ইউআরসি) এ প্রশিক্ষন শুরু হয়। সকাল সাড়ে এগারোটায় প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন প্রশিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান । অপর প্রশিক্ষক ইউআরসির ইন্সট্রাক্টর আকবর হোসেন এদিন অনুপস্থিত ছিলেন।শনিবার( ৮ এপ্রিল) প্রশিক্ষক কামরল হাসানের অনুপস্থিতিতে প্রশিক্ষক আকবর হোসেন একাই প্রশিক্ষন পরিচালনা করেন। রবিবার (৯ এপ্রিল) সকাল থেকে না থাকলেও দুপুর দুইটা পাঁচ মিনিটে প্রশিক্ষক কামরুল হাসান প্রশিক্ষন কক্ষে প্রবেশ করেন এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেন। শনিবারের হাজিরায় তিনি অনুপস্থিত বা উপস্থিতি না দিয়ে খালি রেখে দেন। পুরো প্রশিক্ষন ভাতার টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তিনি এমনটা করেছেন। এভাবেই চলছে দায়সারা প্রশিক্ষন। প্রশিক্ষনে অংশগ্রহনকারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষনার্থী ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এ সব খবর নিশ্চিত করেন।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি৪) আওতায় প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত উপজেলার ২৫ জন সহকারি শিক্ষকের দশ দিনব্যপি ইনডাকশন প্রশিক্ষনের প্রথম ব্যচের প্রশিক্ষন ২৯ মার্চ শুরু হয়। বৃহস্পতিবার ছিলো প্রশিক্ষনের নবম দিন। উপজেলা রিসোর্স সেন্টারের(ইউআরসি)ইন্সট্রাক্টর আকবর হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার প্রশিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।বৃহস্পতিবার ইউআরসির ইন্সট্রাক্টর আকবর হোসেন অনুপস্থিতিতে উপজেলা শিক্ষা অফিসার কামরুল পাঁচটা হাসান সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত প্রশিক্ষকের দায়িত্ব পালন করার ক্লিক কথা ছিল ।শনিবার থেকে ২৪ জন প্রশিক্ষনার্থী নিয়ে শুরু হয় দ্বিতীয় ব্যচের প্রশিক্ষন। এ দিন প্রশিক্ষক কামরুল হাসানের অনুপস্থিতিতে প্ৰশিক্ষক আকবর হোসেন একাই দিনব্যপি প্রশিক্ষন পরিচালনা করেন।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক(প্রশিক্ষন) মো: মাহবুবুর রহমান বিল্লাহর ২৭ মার্চ স্বাক্ষরিত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষন পরিচালিত হবে। ইউআরসির ইন্সট্রাক্টর ও উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন।
কেন বৃহস্পতিবার পাঁচটার পরিবর্তে সকাল সাড়ে
এগারোটায় প্রশিক্ষনের সমাপ্তি টানা হলো এ
প্রশ্নের উত্তরে উপজেলা শিক্ষা অফিসার কামরুল
হাসান বলেন, আমি ছুটিতে বাড়িতে এসেছি।
শনিবার ফিরবো।এ ব্যাপারে আলাপকালে ইউআরসির ইন্সট্রাক্টর আকবর হোসেন বলেন, “এদিন উনি সামান্য একটু আগে ইউআরসি ত্যাগ করেছেন । এতে তেমন ক্ষতি হওয়ার কথা নয়।”এ প্রসঙ্গে আলাপকালে নোয়াখালীর মাইজদি পিটিআইর সুপারিনটেনডেন্ট শেপাল চন্দ্র নাথ বলেন, “এমন তো হওয়ার কথা নয় । আমি খোঁজ নিয়ে দেখছি।”
প্রশিক্ষনার্থী ও সংশ্লিষ্ট সূত্রে আরো জানাযায়, দীর্ঘ দিন থেকে ইউআরসির ইন্সট্রাক্টর আকবর হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান বিভিন্ন প্রশিক্ষনের প্রশিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন সমঝোতা বা ভাগাভাগির মাধ্যমে। একজন প্রশিক্ষনে উপস্থিত থাকলে অপরজন ছুটি ছাড়াই বাড়িতে চলে যান। এতে ফাঁকিবাজির এসব প্রশিক্ষনে শিক্ষকরা তেমন কিছু অর্জন করতে পারছেন না। বিগত ২০২২ খ্রি: অনুষ্ঠিত গণিত প্রশিক্ষনগুলোতো হাজিরা খাতায় প্রশিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসার
কামরুল হাসানের উপস্থিতির কোন স্বাক্ষর নেই।
তবুও তিনি প্রতি প্রশিক্ষন থেকে ৭২০০ টাকা হারে সন্মানী নিয়েছেন। ইউআরসির ইন্সট্রাক্টর আকবর হোসেন প্রশিক্ষন কেন্দ্রে থাকেন ও উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান ৫০০ গজ দূরে থাকলেও উনারা প্রতি প্রশিক্ষন থেকে ১২০০ টাকা যাতায়াত ভাতা পেয়ে থাকেন।হাতিয়া ইউআরসিতে প্রশিক্ষকগন ভাগাভাগিতে দায়িত্ব পালন প্রসঙ্গে আলাপকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, একজন অন্যজনকে দায়িত্ব দিয়ে স্থান ত্যাগ করার নিয়ম নাই। বিষয়টি আমি দেখবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট