1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ চন্দনাইশে শ্রেষ্ঠ মাদ্রাসা মকবুলিয়া, শ্রেষ্ঠ অধ্যক্ষ নুরুল আলম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা পেছু মিয়ার পরিবারের উপর হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন মানসিক রোগী মজিরন বেওয়া’র সন্ধান চান তার পরিবার সরকার উৎখাতে কাজ করছে অতি বাম-অতি ডানরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মনসুর মাস্টারের জানাযা রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন। সোনাইমুড়ীতে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু। কবিতার ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ৪

আইন সহায়তা ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

আইন সহায়তা ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের আলোচনা ও পরিচিতি সভায়
সুপ্রিমকোর্ট হাই বিভাগে বিচারপতি অবঃ মাননীয় বিচার প্রতি এ.এন.এম. বসির উল্লাহ
দেশপ্রেম, মানবতা, মানবাধিকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে হবে

গত ২৭ মার্চ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাউন্ডেশন উদ্যোগে স্বাধীনতা দিবসের আলাচনা সভা ও পরিচিতি সভা চট্টগ্রাম প্রেসক্লাবস্থা “বঙ্গবন্ধু হল” এ আসফ চট্টগ্রাম বিভাগের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাই বিভাগে বিচার প্রতি অবসরপ্রাপ্ত মাননীয় বিচার প্রতি এ.এন.এম. বসির উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। আলোচনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি এড. আব্দুর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. মোঃ কফিল উদ্দীন, অতিরিক্ত পিপি এড. শামসুল আলম, এডিটরস ফোরামের সভাপতি সাংবাদিক মিজান চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ। এসময় উপস্থিত সংগঠনের আল আমিন, সাইফুল, আরিফ, আকবর, আজমা আকতার রিয়া প্রমুখ। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আইন শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার, গণতন্ত্র এবং দেশের উন্নয়নে আমাদেরকে সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। দেশের স্বাধীনতার চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। দেশপ্রেম, মানবতা, মানবাধিকার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। দেশ উন্নয়নে কর্মযজ্ঞে বহুদুর এগিয়ে যাচ্ছে কিন্তু দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ, শিক্ষা, আইন, মানবাধিকার, স্বাস্থ্যসেবা, সুন্দর বসবাসের নিশ্চয়তা নিশ্চিতকরণে আমাদেরকে আরো বেশি গঠনমুলক ভুমিকা রাখতে হবে। তিনি বলেন পবিত্র রমযানসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন মৌমুম ঘিরে আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যকে মুহুর্তের মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীরা যে অতিরিক্ত হারে দাম বাড়িয়ে দেয় তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার।কালো এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের থেকে জাতি থেকে রক্ষার জন্য আইনের শাসন ও মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন স্বাধীনতার ৫৩ বছরে দেশ আজ বহুদুর এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রাকে আরো বেশি মজবুত ও সমৃদ্ধ করতে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র সুনিশ্চিতে সবাইকে নিজ নিজ অবস্থানে ভুমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট