1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মা দিবস শায়ের মুহাম্মদ আকতার উদদীন মোবাইলে বন্দুকের ছবি, তারপর অভিযান—আটক দুই ছাত্রলীগ নেতা মা দিবস -লায়ন মোঃ আবু ছালেহ্ বোয়ালখালীতে “দায়িত্বহীন পার্কিংয়ে আবারো বিপদ: ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের ঘষাঘষি” বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা: অনামিকা বড়ুয়া চন্দনাইশে পুলিশী অভিযানে আটক-৭ চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে পৃথিবীতে জ্ঞান চর্চার মতো ভালো কাজ আর কিছুই নেই “আগামী নির্বাচন এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন” বোয়ালখালীতে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিস উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ

বোয়ালখালীতে প্রধানমন্ত্রীর উপহার, ঘরহারা ৫৩ পরিবার পেলেন জমির দলিল-ঘরের চাবি

  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়েছেন ৫৩টি পরিবার। চতুর্থ পর্যায়ে জমির দলিলসহ পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

২২ মার্চ, বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এসময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘চট্টগ্রামের বোয়ালখালী ও রাউজান উপজেলার জন্য আজ অনন্য অসাধারণ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশে একজনও ভূমি ও গৃহহীন থাকবে না। তিনি যা বলেন তা করেন। প্রধানমন্ত্রীর আজকের ঘোষণার মধ্য দিয়ে চট্টগ্রামের ৬টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হয়েছে।’

জেলা প্রশাসক বলেন, ‘পৃথিবীর কোথাও এ ধরণের কোনো নজির নেই, সরকার জমি দিবে ঘর করে দিবে। এটি হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কল্যাণে। আশ্রয়ণে উপকারভোগীদের অনুরোধ করবো- আমরা প্রশিক্ষণ দেবো, সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে আপনারা নিজের পায়ে দাঁড়াবেন।’

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক।

জেলা প্রশাসক বোয়ালখালীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং তা বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান ইউএনও।

এর আগে চতুর্থ ধাপে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রামের বোয়ালখালী, রাউজানসহ দেশের ১৫৯টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট