1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে,চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিলে ডা. শাহাদাত হোসেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত।

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৭২২ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ৪ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় জেলা পুলিশের উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‍্যালির শুভ সূচনা করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা মিলিত হয়।আলোচনা সভায় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মো. আবুল কালাম সাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমদ শিমুল, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন,স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এরফান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজ্জাদ হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মদ, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে নির্বাচিত ডা: দুরুল হুদা, সম্মানিত কমিউনিটি পুলিশিং সদস্য, সদর উপজেলা কমিটি ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং কর্মকর্তা হিসাবে নির্বাচিত এসআই (নি:) মো. শিহাব উদ্দিন, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট