1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২০ মে ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া বিএনপির প্রস্তুতি সভায় এনামুল হক এনাম কারচুপি ও প্রহসনের নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই। শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গৌরব অর্জনে সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও.সোলাইমান ফারুকীর গণসংযোগ চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২ রেজাউল করিম রাজার সমর্থনে বোয়ালখালীতে মতাবিনিময় সভা অটোরিকশার ধাক্কায় বোয়ালখালীতে আহত কিশোরের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে থাকছেনা সময়সীমা,পাকলেই বাজারজাতকরণ করা যাবে আম। ধামরাইয়ে সাংবাদিকের গাড়ি গতিরোধ করে হত্যার হুমকি গাছবাড়িয়া সরকারি কলেজে অধ্যাপককে পিটালেন ছাত্রলীগ নেতা ১২ শিক্ষকের ৭ শিক্ষার্থী, পাস করেছে একজন

পটিয়া প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে বর্ষা বরণ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

কবিতা, গান, নৃত্য ও কথামালায় বর্ষা বরণ ও মৌসুমি ফল উৎসব আয়োজন গতকাল ১৭ তারিখ শনিবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রত্যয়ের শিক্ষার্থী ও সদস্যদের মনোমুগ্ধকর ও প্রাণবন্ত পরিবেশনা বর্ষার আগমনকে স্মরণীয় করে রাখে। শিশু-কিশোরদের নাচ-গান-আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে একাডেমির মিলনায়তন। বর্ষা যেমন গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ দূর করে প্রকৃতিকে করে তোলে স্নিগ্ধ-শীতল, তেমনি ‘বর্ষাবরণ’ অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের মন থেকে সংকীর্ণতা দূর করে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলবে সম্প্রীতির বাংলাদেশ, সেই সাথে জানবে আবহমান বাংলার ঋতু বৈচিত্র্য সম্পর্কে। “বাদল দিনের প্রথম কদম ফুল, ‘নব আনন্দে জাগো’ ‘এমনও দিনে তারে বলা যায়’, ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’ ‘মন মাঝি’ ‘আকাশ এত মেঘলা-যেও নাকো একলা’- প্রভৃতি গানের সুরের মুর্ছনায় অনুষ্ঠান ছিল বর্ষাময়। একাডেমির সদস্য সুকান্ত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালায় অংশ নেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সিনিয়র সদস্য আবদুল আল মোমেন।

সংগীত পরিবেশন করেন, শিমুল মল্লিক, নিতাই পদ নাথ, শিবু মল্লিক, মনিষা দে। একক আবৃত্তি পরিবেশন করেন নীহারিকা পাল, আরোহী সেন গুপ্ত, দেবজিৎ পাল, আফিফা আলম নুর, মুমতাহীনা মেহেক। একক নৃত্য পরিবেশন করেন হৈমন্তী দে, স্নেহা বড়ুয়া, শ্রেয়া বড়ুয়া।

দলীয় আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনায় অংশ নেন প্রত্যয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের ফাঁকে চলে মৌসুমি ফল আহার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট