1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার ২ মাদক থেকে যুবসমাজকে সুপথে ফেরাতে পাড়া মহল্লায় মানবিক ও ক্রীড়া সংগঠন গড়ে তুলা প্রয়োজন – উপজেলা নির্বাহী অফিসার মোঃরায়হান মেহেবুব। সোনাইমুড়ীতে অবৈধভাবে মাটি কাটায় ১লক্ষ টাকা জরিমানা সিএনজি চালিত টেম্পুর নিচে চাপা পড়ে একজন নিহত বোয়ালখালীতে ১৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পটিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুব নেতা সাইফুল হাছান টিটু সবার কাছে দোয়া প্রার্থী বাকলিয়ায় ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের যাত্রা এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ চন্দনাইশে শ্রেষ্ঠ মাদ্রাসা মকবুলিয়া, শ্রেষ্ঠ অধ্যক্ষ নুরুল আলম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা পেছু মিয়ার পরিবারের উপর হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল: পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা জমি জবর দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের।
এঘটনায় ভুক্তভোগি মুক্তিযোদ্ধা পরিবার বুধবার বিকেলে স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম এর স্ত্রী সেলিনা চৌধুরী বলেন, সাবেক শিবির ক্যাডার, নব্য হাইব্রিড আওয়ামীলীগ নেতা নামধারী পুকুর ভরাটকারী, এলাকায় কিশোর গ্যাং সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী লালনকারী চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব তাদের পৈত্রিক সম্পত্তি দখল করে দোকানগৃহ তৈরী করছে। প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জানে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। তারা সংবাদ সম্মেলনে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে জানমালের নিরাপত্তাও চান।

বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগ নেতা রনি চৌধুরী বলেন, ২০১৭ সালে কাউন্সিলর মুজিবুল হক একই জমি জবরদখলের চেষ্টা করেন। তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে, চকরিয়া থানার তৎকালীন ওসির মধ্যস্থতায় ওই জমির দিকে আর কখনো ফিরে তাকাবেন না মর্মে মুচলেকা দেন। এখন তা ভঙ্গ করে আবারও জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের পুত্র আবু জহির মোহাম্মদ খায়রুল বাশার রনি বাদী হয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হকসহ ৮জনের নামে বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়ায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইলিয়াস আরিফ জানান, বিজ্ঞ আদলত মামলাটি আমলে নিয়ে সিআইডি কক্সবাজারকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট