1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটণা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত, মোটরসাইকেল সহ ৪০ টি দোকান ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটণাটি ঘটেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার নদনা বাজারে। তবে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে র‌্যাব সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিগত ৪ বছর পূর্বে থেকে সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের উত্তর শাকতলা ও দক্ষিণ শাকতলা গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটণাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে করা ৪ টি মামলা আদালতে চলমান রয়েছে। গত ৫ ডিসেম্বর উপজেলার নদনা বাজারে একটি অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে ২ গ্রামের যুবকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ৬ ডিসেম্বর বেলা ১১ টার দিকে উত্তর শাকতলার হৃদয় নামের এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্নক যখম করা হয়। ৮ ডিসেম্বর রাত ৮ টার দিকে দক্ষিণ শাকতলার পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিনের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়, রিপনের সেলুন, বাবুলের ফল দোকান, জহিরের বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিনের ঔষধ, জামালের কসমেটিকস, মহারাজের ফাস্টফুড, সুমন ইলেকট্রনিক, জামাল ও মহিনের মোবাইল, তাহেরের কাপড়, আনোয়ারের মুদি, ফিরোজের ওয়ার্কশপ, মহিন পাটোয়ারী মুদি দোকান সহ মা ইলেকট্রনিক এন্ড টেলিকম, ফোরকান সু স্টোরে এলোপাতাড়ি পিটিয়ে ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করে। রাত ১২ টার দিকে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ী মহিন ও বাবুল অভিযোগ করে জানান, গত কয়েক দিন ধরে ২ গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ লেগে আছে। খবর দেওয়ার পরও পুলিশ সময়মতো আসে না। এ পর্যন্ত কাউকে আটকও করা হয়নি। বাজারের নিরীহ ব্যবসায়ীদের মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটণায় থানায় একটি মামলা দায়ের কারা হয়েছে। অপরাধীদের প্রেফতারের চেষ্টা চলছে। তবে, ঐ এলাকার পরিস্থিতি এখন শান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট