1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ মাওলানা আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে কধুরখীল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবক চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রার্থী হতে চায় এড. নাজিম উদ্দীন চৌধুরী বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ

কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মহাকবি আল্লামা ইকবাল ও মুঘল সাম্রাট–কবি বাহাদুর শাহ জাফর (রাহ.)-এই দুই মহৎ কবিদ্বয়ের সাহিত্য-দর্শন ও মানবিক আদর্শ স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক মননশীল সাহিত্য আলোচনা সভা। গতকাল শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সকালে নগরীর লুসাই হলে দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সাহিত্যগবেষক, শিক্ষক, লেখক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মহাকবি ইকবালের কবিতা কেবল মুসলিম জাগরণের প্রেরণাই নয়, মানবমুক্তি ও আত্মশক্তির রূপতরল এক দর্শন। তাঁর শিকওয়া–জওয়াবে শিকওয়া, বাল-ই-জিবরিল, আস্রারে খুদি বিশ্বের সাহিত্যে আত্মপ্রত্যয়ের এক অনন্য দলিল। অন্যদিকে কবি বাহাদুর শাহ জাফরের কবিতা উপমহাদেশীয় মুসলিম চেতনার গভীর বেদনা, নির্বাসনের তিক্ততা এবং আল্লাহপ্রেমের এক মহিমান্বিত অভিব্যক্তি। আজও ইতিহাসের করুণ পরিণতির প্রতীক হয়ে বেঁচে আছে কবি বাহাদুর শাহ জাফরের লেখা কবিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা) পরিচালক ও সম্পাদক, ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক মো: কামাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ভাষা-আন্দোলন গবেষক, লেখক ডা. মআআ মুক্তাদীর। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রাবন্ধিক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, শিশু উন্নয়ন সংগঠক জুঁইফুলের প্রধান লেখক জিএম মামুনুর রশিদ, লেখক মোহাম্মদ হানিফ মান্নান, প্রাবন্ধিক নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক সোহেল তাজ, প্রসঞ্জিত বড়ুয়া, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে কবি ইকবাল ও কবি বাহাদুর শাহ জাফরকে নতুনভাবে উপস্থাপন করতে হবে-তাঁদের সাহিত্যিক উত্তরাধিকার স্বাধীনতার বোধ, মানবমর্যাদা রক্ষা এবং নৈতিকতায় প্রতিষ্ঠিত সমাজ গঠনের অনুপ্রেরণা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট