1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার।

বোয়ালখালীতে ছিনতাই ও প্রতারণার ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ আতঙ্কে

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া মাছ বাজার এলাকায় স্বপ্না জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে ৯৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্বর্ণ ব্যবসায়ী হারাধন ধর জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনজন ব্যক্তি দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুজনের বয়স ২০-২৫ বছরের মধ্যে এবং অপরজন ৬০ বছরের বৃদ্ধ। দোকানে ঢুকে দুইজন স্বর্ণের রিং দেখাতে বলে, আরেকজন তাবিজ দেখতে চান। তাবিজ দেখানোর ব্যস্ততার সুযোগে এক পর্যায়ে একজন ক্যাশবাক্স থেকে নগদ ৯৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

হারাধন ধর বলেন, “আমি দীর্ঘ ৪৯-৫০ বছর ধরে ব্যবসা করছি, কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি। নগদ টাকাগুলো হারিয়ে আমি অসহায়ের মত হয়ে গেছি। এখনও থানায় জিডি করিনি, তবে দ্রুত করব।”

এ বিষয়ে কানুনগোপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি লিটন মেম্বার বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের এলাকায় সিসি ক্যামেরা থাকলেও সেগুলো নষ্ট হয়ে আছে। ঈদের পর এগুলো মেরামত করা হবে। ক্যামেরাগুলো সচল থাকলে ছিনতাইকারীদের শনাক্ত করা সহজ হতো।

এদিকে একই দিন সকাল ১০টার দিকে ছিনতাইয়ের শিকার হয়েছেন বৃদ্ধা সুফিয়া বেগম (৬২)। গোমদণ্ডী ফুলতল থেকে তিনি লোকাল সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। গাড়িতে বোরকা পরিহিত দুই মহিলা বসা ছিলেন। তারা ভাব জমিয়ে প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে বৃদ্ধার মোবাইল দিয়ে তার ছবি তোলে এবং কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নেয়।

সুফিয়া বেগম জানান, ব্যাগে ১০ হাজার টাকা ছিলো। তার কোনো ছেলে নেই, মেয়ের মোবাইল নিয়ে তিনি ওষুধ কিনতে বের হয়েছিলেন। প্রতারকরা যাওয়ার আগে তার হাতে ২০ টাকা দিয়ে যান।

এর একদিন আগে, ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশের একটি ফলের দোকান থেকে প্রতারক চক্র হাতিয়ে নেয় প্রায় ৪৪ হাজার টাকা। একই সময় উপজেলার রেললাইন সংলগ্ন তাহের মাংসের দোকান থেকে টাকা ভাঙতির নাম করে ৩৪ হাজার টাকা নিয়ে যায় এক প্রতারক চক্র।

ফলের দোকানদার মো. এস্কান্দর আলম হৃদয় জানান, দুই ব্যক্তি রিকশা নিয়ে এসে আনারস ক্রয় করেন। এরপর একটি একহাজার টাকার নোট দেন। নোটটি দেওয়ার পর আর কিছু মনে নেই। তারা চলে যাওয়ার পর দেখি ক্যাশ বাক্সে থাকা প্রায় ৪০ হাজার টাকার বান্ডিল নেই।

মাংস ব্যবসায়ী আবু তাহের সও. বলেন, সাড়ে ১২টার দিকে দুইজন ব্যক্তি প্রথমে এক হাজার টাকার একটি নোট দিয়ে ভাংতি চান। ভাংতি দেওয়ার পর তারা অন্য ভাষায় কিছু বলেন। তারপর থেকে কিছু বুঝতে পারি না, পরে দেখি ক্যাশ থেকে ৩৪ হাজার টাকা নিয়ে গেছে।

এভাবে একের পর এক ছিনতাই ও প্রতারণার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। এর আগে, গত ৫ মার্চ সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে লেদু নামের এক বৃদ্ধ পানের দোকানদারের কাছ থেকে ৩ হাজার টাকা ছিনতাই হয়।

তবে এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগীরা জানান, অভিযোগ করেও কোনো লাভ হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট