বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া মাছ বাজার এলাকায় স্বপ্না জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে ৯৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্বর্ণ ব্যবসায়ী হারাধন ধর জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনজন ব্যক্তি দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুজনের বয়স ২০-২৫ বছরের মধ্যে এবং অপরজন ৬০ বছরের বৃদ্ধ। দোকানে ঢুকে দুইজন স্বর্ণের রিং দেখাতে বলে, আরেকজন তাবিজ দেখতে চান। তাবিজ দেখানোর ব্যস্ততার সুযোগে এক পর্যায়ে একজন ক্যাশবাক্স থেকে নগদ ৯৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
হারাধন ধর বলেন, "আমি দীর্ঘ ৪৯-৫০ বছর ধরে ব্যবসা করছি, কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি। নগদ টাকাগুলো হারিয়ে আমি অসহায়ের মত হয়ে গেছি। এখনও থানায় জিডি করিনি, তবে দ্রুত করব।"
এ বিষয়ে কানুনগোপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি লিটন মেম্বার বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের এলাকায় সিসি ক্যামেরা থাকলেও সেগুলো নষ্ট হয়ে আছে। ঈদের পর এগুলো মেরামত করা হবে। ক্যামেরাগুলো সচল থাকলে ছিনতাইকারীদের শনাক্ত করা সহজ হতো।
এদিকে একই দিন সকাল ১০টার দিকে ছিনতাইয়ের শিকার হয়েছেন বৃদ্ধা সুফিয়া বেগম (৬২)। গোমদণ্ডী ফুলতল থেকে তিনি লোকাল সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। গাড়িতে বোরকা পরিহিত দুই মহিলা বসা ছিলেন। তারা ভাব জমিয়ে প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে বৃদ্ধার মোবাইল দিয়ে তার ছবি তোলে এবং কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নেয়।
সুফিয়া বেগম জানান, ব্যাগে ১০ হাজার টাকা ছিলো। তার কোনো ছেলে নেই, মেয়ের মোবাইল নিয়ে তিনি ওষুধ কিনতে বের হয়েছিলেন। প্রতারকরা যাওয়ার আগে তার হাতে ২০ টাকা দিয়ে যান।
এর একদিন আগে, ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশের একটি ফলের দোকান থেকে প্রতারক চক্র হাতিয়ে নেয় প্রায় ৪৪ হাজার টাকা। একই সময় উপজেলার রেললাইন সংলগ্ন তাহের মাংসের দোকান থেকে টাকা ভাঙতির নাম করে ৩৪ হাজার টাকা নিয়ে যায় এক প্রতারক চক্র।
ফলের দোকানদার মো. এস্কান্দর আলম হৃদয় জানান, দুই ব্যক্তি রিকশা নিয়ে এসে আনারস ক্রয় করেন। এরপর একটি একহাজার টাকার নোট দেন। নোটটি দেওয়ার পর আর কিছু মনে নেই। তারা চলে যাওয়ার পর দেখি ক্যাশ বাক্সে থাকা প্রায় ৪০ হাজার টাকার বান্ডিল নেই।
মাংস ব্যবসায়ী আবু তাহের সও. বলেন, সাড়ে ১২টার দিকে দুইজন ব্যক্তি প্রথমে এক হাজার টাকার একটি নোট দিয়ে ভাংতি চান। ভাংতি দেওয়ার পর তারা অন্য ভাষায় কিছু বলেন। তারপর থেকে কিছু বুঝতে পারি না, পরে দেখি ক্যাশ থেকে ৩৪ হাজার টাকা নিয়ে গেছে।
এভাবে একের পর এক ছিনতাই ও প্রতারণার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। এর আগে, গত ৫ মার্চ সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে লেদু নামের এক বৃদ্ধ পানের দোকানদারের কাছ থেকে ৩ হাজার টাকা ছিনতাই হয়।
তবে এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগীরা জানান, অভিযোগ করেও কোনো লাভ হবে না।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত