1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সম্পাদক মো. সবুজ বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন নোয়াখালীতে ২ স্কুলে চুরির ঘটনা ঘটেছে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরসে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন ২৯জন শিক্ষার্থীকে সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের মেধাবৃক্তি প্রদান  পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে পটিয়া সিটি আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়ায় বাস-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন। খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর মাতা’র ইন্তেকাল সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায় বক্তারা

মাচাজুড়ে ঝুলছে সবুজ লাউ,কৃষকের মুখে হাসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

হেমন্তের কুয়াশাচ্ছন্ন সকাল। শীতের হালকা স্পর্শে দিনের শুরুতেই চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকায় ঝকঝকে সবুজ লাউয়ে ভরে উঠেছে কৃষক মো. সাজ্জাদ হোসেনের ক্ষেত। মাচার ফাঁক গলে আসা রোদে ঝুলতে থাকা লাউগুলো যেন জানান দিচ্ছে আগাম মৌসুমের সম্ভাবনার কথা।

উঠে যাওয়া আমন ধানের জমিতে এখন এলাকাজুড়ে শিম, বরবটি, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজির চাষ চলছে। তবে সাজ্জাদ সবার আগে লাউ চাষ শুরু করে পাচ্ছেন অতিরিক্ত সুবিধা। ৪০ শতক জমিতে উচ্চ ফলনশীল জাতের লাউ লাগিয়েছেন তিনি। প্রতিদিন সকালেই ক্ষেত পরিচর্যা—নিড়ানি, মরা পাতা পরিষ্কার ও রোগবালাই পর্যবেক্ষণে ব্যস্ত থাকতে হয় তাকে।

সপ্তাহে তিন দিন তিনি  লাউ বিক্রি করেন। আকারভেদে প্রতিটি লাউ ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাজ্জাদ জানান, চলতি মৌসুমে লাউ চাষে তার খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। গত এক মাসেই লাউ বিক্রি করে পেয়েছেন ২৪ হাজার টাকা। গাছের বর্তমান অবস্থা ভালো থাকায় পুরো মৌসুমে এক লাখ টাকার মতো আয়ের আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘কম খরচে দ্রুত ফলন পাওয়া যায় বলে এবার লাউ চাষ করেছি।’ আশ্বিন মাসে বীজ থেকে চারা তৈরি করে লাগানোর প্রায় দুই মাসের মধ্যেই ফলন তুলতে শুরু করেন তিনি।

উপজেলা কৃষি অফিস জানায়, উচ্চ ফলনশীল জাতের লাউ সারা বছরই চাষযোগ্য। বীজ বপনের ৪০–৪৫ দিনের মধ্যেই লাউ সংগ্রহ করা যায়। প্রচলিত জাতের তুলনায় এ জাতের ফলন আড়াই থেকে তিনগুণ বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ কল্পনা রহমান বলেন, ‘বাজারে এখন লাউয়ের ভালো চাহিদা রয়েছে। কৃষকরাও ন্যায্য দাম পাচ্ছেন। প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ মেট্রিক টন লাউ উৎপাদন সম্ভব।’

সাজ্জাদের হিসাব অনুযায়ী, তার ক্ষেতের ২৪০টি মাদায় লাউ রোপণ করা হয়েছে। এখন পর্যন্ত তিনি প্রায় ১,২০০টি লাউ বিক্রি করেছেন। আরও তিন শতাধিক লাউ চারা রয়েছে। প্রতিটি গাছে ৩০–৪০টি লাউ পাওয়া যেতে পারে বলে আশা করছেন তিনি।

আগাম চাষ, কম খরচ ও নিশ্চিত লাভজনক হওয়ায় বোয়ালখালীর কৃষকদের মধ্যে লাউ চাষে আগ্রহ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট