1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ চন্দনাইশে শ্রেষ্ঠ মাদ্রাসা মকবুলিয়া, শ্রেষ্ঠ অধ্যক্ষ নুরুল আলম আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা পেছু মিয়ার পরিবারের উপর হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন মানসিক রোগী মজিরন বেওয়া’র সন্ধান চান তার পরিবার সরকার উৎখাতে কাজ করছে অতি বাম-অতি ডানরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মনসুর মাস্টারের জানাযা রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন। সোনাইমুড়ীতে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু। কবিতার ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ৪

বাল‍্য বিবাহ সামাজিক ও রাষ্ট্রের জন‍্য ক্ষতিকর- জেলা প্রশাসক

  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

বাল‍্য বিবাহ অবশ‍্যই বন্ধ করতে হবে। বাল‍্য বিবাহ যেমন সামাজিক ব‍্যাধি তেমন পারিবারিক ও রাস্ট্রের জন‍্য ক্ষতিকর।
২মে মঙ্গলবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত  বাল‍্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত দায়িত্ব-কর্ত‍ব‍্য ও ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন।

চট্টগ্রামের জেলা রেজিস্ট্রার মিশন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় রেজিস্ট্রি অফিস সমূহের পরিদর্শক (আইআরও) মো. আশরাফুজ্জামান।

কর্মশালায় নোটারী পাকলিকের মাধ‍্যমে কথিত কোর্ট ম‍্যারেজ ও বাল‍্য বিবাহ বন্ধ না হওয়ার উল্লেখ যোগ‍্য কারণ তুলে ধরে বক্তব্য দেন কাজী মোহাম্মদ আমিন উদ্দিন, কাজী মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন, কাজী মো. ইউসুফ আলী চৌধুরী, কাজী মো. সারেয়ার আলম. কাজী মো. সোলাইমান চৌধুরী, কাজী মো. জামাল উদ্দিন, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী।

প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান নিকাহ রেজিস্ট্রারদের বক্তব্যের আলোকে বলেন, কোর্ট ম‍্যারেজ নামের কোন বিয়ে আইনে নেই। বিয়ের ক্ষেত্রে নোটারী পাবলিক অবৈধ,  এটা অনেক আগে থেকেই আইনের মাধ‍্যমে নিষিদ্ধ রয়েছে। বাল‍্য বিবাহ বন্ধের লক্ষে কনের স্থানীয় নিকাহ রেজিস্ট্রার বাধ‍্যতামূলক আইন করার ব‍্যাপারে যথাযথ কতৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, নিকাহ রেজিস্ট্রারগন স্ব স্ব অবস্থানে থেকে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে বাল‍্য বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণ করবেন।
উক্ত কর্মশালায় চট্টগ্রাম বিভাগের সকল নিকাহ রেজিস্ট্রারগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট