1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ 

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

‎(ইঞ্জিনিয়ার কাজী রাশেদ)

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ৩শ গজ দূরত্বে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণ কাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।

‎স্থানীয় বিরোধীয় ভূমীর মালিকানা দাবিদার ইস্কান্দার আলী তালুকদার এ অভিযোগ করেন। তিনি ইতিমধ্যে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ দখলদারদের স্থাপনা নির্মাণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও  রাঙ্গুনিয়া থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।

‎সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার মোহাম্মদপুর এলাকায় কাপ্তাই সড়ক সংলগ্ন বিরোধীয় জায়গায় সেমিপাকা ঘর নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা জানায় দাওয়াতে ইসলাম নামের একটি সংস্থা এ কাজ করছে। জায়গার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে কাপ্তাই সড়কের প্রান্ত থেকে প্রায় ৪৫/৪৬ ফুট জায়গা সওজ এর খাস জায়গা। এর পরবর্তী অংশ ক্রয় সূত্রে ইস্কান্দার আলী তালুকদারের।

‎দাওয়াতে ইসলাম নামের সংস্থাটি সওজের খাস জায়গা স্ট্যাম্পমূলে দখলসত্ব ক্রয় করে স্থাপন করছেন বলে জানা গেছে।এ খাস জায়গার বাইরেও ব্যক্তি মালিকানাধীন জায়গায় অবৈধভাবে রান্নাঘর ও টয়লেট নির্মাণ করে ব্যবহার করছে সংস্থাটি।

‎দাওয়াতে ইসলাম এর দায়িত্বশীল মাওলানা আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাঙ্গুনিয়া থানা থেকে একটি নোটিশ দিয়েছে। সেখানে উল্লেখ রয়েছে স্ব স্ব অবস্থানে অবস্থান করে তফশিলোক্ত ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। আমরা  কারো জায়গা দখল করছি না। আমাদের জায়গায় স্থাপনা নির্মাণ করছি যাতে কোনোরূপ নিষেধাজ্ঞা নেই।

‎রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মাফুজের রহমান জানান, গত ৪ ডিসেম্বর ২০২৬ আদালতের  নির্দেশনা অনুসারে বিরোধীয় জায়গায় পক্ষদ্বয়কে স্ব স্ব অবস্থানে অবস্থান করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার  নোটিশ দিয়েছি এবং আদালতকেও তা অবহিত করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট