রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
(ইঞ্জিনিয়ার কাজী রাশেদ)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ৩শ গজ দূরত্বে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণ কাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বিরোধীয় ভূমীর মালিকানা দাবিদার ইস্কান্দার আলী তালুকদার এ অভিযোগ করেন। তিনি ইতিমধ্যে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ দখলদারদের স্থাপনা নির্মাণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও রাঙ্গুনিয়া থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।
সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার মোহাম্মদপুর এলাকায় কাপ্তাই সড়ক সংলগ্ন বিরোধীয় জায়গায় সেমিপাকা ঘর নির্মাণ কাজ চলছে। স্থানীয়রা জানায় দাওয়াতে ইসলাম নামের একটি সংস্থা এ কাজ করছে। জায়গার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে কাপ্তাই সড়কের প্রান্ত থেকে প্রায় ৪৫/৪৬ ফুট জায়গা সওজ এর খাস জায়গা। এর পরবর্তী অংশ ক্রয় সূত্রে ইস্কান্দার আলী তালুকদারের।
দাওয়াতে ইসলাম নামের সংস্থাটি সওজের খাস জায়গা স্ট্যাম্পমূলে দখলসত্ব ক্রয় করে স্থাপন করছেন বলে জানা গেছে।এ খাস জায়গার বাইরেও ব্যক্তি মালিকানাধীন জায়গায় অবৈধভাবে রান্নাঘর ও টয়লেট নির্মাণ করে ব্যবহার করছে সংস্থাটি।
দাওয়াতে ইসলাম এর দায়িত্বশীল মাওলানা আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাঙ্গুনিয়া থানা থেকে একটি নোটিশ দিয়েছে। সেখানে উল্লেখ রয়েছে স্ব স্ব অবস্থানে অবস্থান করে তফশিলোক্ত ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। আমরা কারো জায়গা দখল করছি না। আমাদের জায়গায় স্থাপনা নির্মাণ করছি যাতে কোনোরূপ নিষেধাজ্ঞা নেই।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মাফুজের রহমান জানান, গত ৪ ডিসেম্বর ২০২৬ আদালতের নির্দেশনা অনুসারে বিরোধীয় জায়গায় পক্ষদ্বয়কে স্ব স্ব অবস্থানে অবস্থান করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ দিয়েছি এবং আদালতকেও তা অবহিত করেছি।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত