1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের পাশে থাকার রাজনীতি—বোয়ালখালীতে রাস্তা মেরামতে শ্রমিকদল নেতা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন দেশের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে-আবু সুফিয়ান বোয়ালখালীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির মিছিল সমাবেশ বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের সাজা আন্দোলনকারীদের মূল্যায়ন না হলে তা বড় লজ্জা- মোস্তাক আহমেদ খান পটিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র লিফলেট বিতরণ নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়ার কোলাগাঁওয়ে বিএনপির সমাবেশে এনামুল হক এনাম

দেশের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে-আবু সুফিয়ান

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা স্বাধীনতার পক্ষে, উন্নয়নের পক্ষে ধানের শীষে রায় দেবো। এ নিয়ে কোথাও কোনো আপোষ নাই।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য গুম-খুন হয়েছেন তাদের জাতীয়তাবাদী দল স্মরণে রাখবে। ৫ তারিখের পর অনেকে দলে আসছেন। আসেন বিএনপি গণ মানুষের দল। কিন্তু ফ্যাসিস্ট সরকার আমলে দলের জন্য যারা ত্যাগ শ্রম দিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে সামনে রাখতে হবে।

করলডেঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচাকে গুম করার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান।

এছাড়া বক্তব্য রাখেন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, জাসাস নেতা বাহাউদ্দীন ফারুক মুন্না, বিএনপি নেতা শাহ আলম, হাজী সেলিম চৌধুরী, সোলাইমান মেম্বার, আবু ছিদ্দিক, আবুল বশর চৌধুরী, ইউচুপ ও সাজ্জাদ হোসেন সাদ্দাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট