বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা স্বাধীনতার পক্ষে, উন্নয়নের পক্ষে ধানের শীষে রায় দেবো। এ নিয়ে কোথাও কোনো আপোষ নাই।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য গুম-খুন হয়েছেন তাদের জাতীয়তাবাদী দল স্মরণে রাখবে। ৫ তারিখের পর অনেকে দলে আসছেন। আসেন বিএনপি গণ মানুষের দল। কিন্তু ফ্যাসিস্ট সরকার আমলে দলের জন্য যারা ত্যাগ শ্রম দিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে সামনে রাখতে হবে।
করলডেঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচাকে গুম করার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান।
এছাড়া বক্তব্য রাখেন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, জাসাস নেতা বাহাউদ্দীন ফারুক মুন্না, বিএনপি নেতা শাহ আলম, হাজী সেলিম চৌধুরী, সোলাইমান মেম্বার, আবু ছিদ্দিক, আবুল বশর চৌধুরী, ইউচুপ ও সাজ্জাদ হোসেন সাদ্দাম।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত