1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে বোয়ালখালীর প্রবাসী ইলিয়াসের মৃত্যু চাঁদাবাজির অভিযোগে বোয়ালখালীতে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ আবুধাবি যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের অভিযানে ০২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ০২(দুই) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার চন্দ্রঘোনার গ্রামে গ্রা‌মে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা — প্রশাসনের ভূমিকা প্রশ্ন‌বিদ্ধ ? রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ নিজ এলাকায় সম্বর্ধিত। আরব আমিরাতের দুবাইয়ে “বাংলাদেশের ফল উৎসব ২০২৫” অনুষ্ঠিত বিদ্যুৎস্পৃষ্টে বোয়ালখালীতে রাজমিস্ত্রীর মৃত্যু বোয়ালখালীতে মোটরসাইকেল না পেয়ে অভিমানে বিষপান, দুইদিন পর তরুণের মৃত্যু

চন্দ্রঘোনার গ্রামে গ্রা‌মে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা — প্রশাসনের ভূমিকা প্রশ্ন‌বিদ্ধ ?

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদক ব্যবসা। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, দেশি চোলাই মদসহ নানা ধরনের নেশাজাতীয় দ্রব্য সহজলভ্য হয়ে উঠেছে কিশোর-তরুণদের জন্য। প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে মাদকের জাল, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু জেনেও অজ্ঞাত কারণে নীরব। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও, মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদক ব্যবসায়ীরা হয়ে উঠেছে আরো বেপরোয়া। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য, এমনকি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝেও এর ভয়ানক প্রভাব পড়ছে।

চন্দ্রঘোনার লিচুবাগান, ফেরী ঘাট,মহাজ‌নের বট্টল, মিশন ঘাট, দোভাষী বাজার, হাজী পাড়া, দেওয়ানজীর হাট , জিয়া মা‌র্কেট, আধুর পাড়া থে‌কে চেয়ারম‌্যান বাড়ী ,নাথ পাড়া,এবং সিকদার পাড়া চৌরাস্তার মোর পর্যন্ত যেন রাস্তায় মাদক বিক্রেতার অভয় অ‌রোন‌্য । এছাড়া হা‌সেম খা‌লের ব্রিজ, কদমতলী প্রাইমারী স্কুল সংলগ্ন প্রতি‌নিয়ত মাদক কেনা বেচা হ‌চ্ছে।

সচেতন মহলের প্রশ্ন, প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে নিরব, নাকি কোন শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবে বাধ‌্য। এই কার‌নে মাদকবিরোধী প্রচেষ্টাকে আরও দুর্বল করে দিচ্ছে।

অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে চন্দ্রঘোনা পরিণত হবে মাদকের অভয়ারণ্যে। প্রশাসনের কঠোর অভিযান ও স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া এ ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট