নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদক ব্যবসা। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, দেশি চোলাই মদসহ নানা ধরনের নেশাজাতীয় দ্রব্য সহজলভ্য হয়ে উঠেছে কিশোর-তরুণদের জন্য। প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে মাদকের জাল, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু জেনেও অজ্ঞাত কারণে নীরব। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও, মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদক ব্যবসায়ীরা হয়ে উঠেছে আরো বেপরোয়া। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য, এমনকি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝেও এর ভয়ানক প্রভাব পড়ছে।
চন্দ্রঘোনার লিচুবাগান, ফেরী ঘাট,মহাজনের বট্টল, মিশন ঘাট, দোভাষী বাজার, হাজী পাড়া, দেওয়ানজীর হাট , জিয়া মার্কেট, আধুর পাড়া থেকে চেয়ারম্যান বাড়ী ,নাথ পাড়া,এবং সিকদার পাড়া চৌরাস্তার মোর পর্যন্ত যেন রাস্তায় মাদক বিক্রেতার অভয় অরোন্য । এছাড়া হাসেম খালের ব্রিজ, কদমতলী প্রাইমারী স্কুল সংলগ্ন প্রতিনিয়ত মাদক কেনা বেচা হচ্ছে।
সচেতন মহলের প্রশ্ন, প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে নিরব, নাকি কোন শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবে বাধ্য। এই কারনে মাদকবিরোধী প্রচেষ্টাকে আরও দুর্বল করে দিচ্ছে।
অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে চন্দ্রঘোনা পরিণত হবে মাদকের অভয়ারণ্যে। প্রশাসনের কঠোর অভিযান ও স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া এ ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব নয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত