1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের চন্দনাইশে মনোনয়ন পত্র জমার শেষ দিনে ১০ জন প্রার্থীর ফরম জমা বোয়ালখালী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন আবদুস ছোবাহান ভূঁঞা পটিয়াতে কবি মিনার মনসুরকে নিয়ে প্রত্যয়ের বিশেষ আয়োজন ‘মিনার মনসুর সকাল রোদ্দুর’ পলাশবাড়ীতে তিনটি চোরাই গরু উদ্ধার গ্রেফতার ২ মাদক থেকে যুবসমাজকে সুপথে ফেরাতে পাড়া মহল্লায় মানবিক ও ক্রীড়া সংগঠন গড়ে তুলা প্রয়োজন – উপজেলা নির্বাহী অফিসার মোঃরায়হান মেহেবুব। সোনাইমুড়ীতে অবৈধভাবে মাটি কাটায় ১লক্ষ টাকা জরিমানা সিএনজি চালিত টেম্পুর নিচে চাপা পড়ে একজন নিহত বোয়ালখালীতে ১৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পটিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুব নেতা সাইফুল হাছান টিটু সবার কাছে দোয়া প্রার্থী বাকলিয়ায় ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের যাত্রা

চন্দনাইশে আটো-রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ আটো-রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় হযরত সৈয়দ শাহ্ জালাল উদ্দিন (রহ:)’র বার্ষিক ফাতেহা শরীফ ও কবরবাসীর ইছালে সওয়াবের উদ্দেশ্যে ১৫ তম আজিমুশশান ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার পুরাতন কলেজ গেইট চত্বর বাদে মাগরিব থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে খতমে কোরআন শরীফ,খতমে গাউছিয়া শরীফের মধ্যে দিয়ে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়। উক্ত১ম অধিবেশনে ৮ নং হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অত্র কমিটির উপদেষ্টা ও কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে
উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
২য় অধিবেশনে বাদে এশা থেকে সারা রাত ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লামে উপজেলা ভাইস চেয়ারম্যান সুন্নি জনতার নয়ন মনি হযরতুল আল্লামা মাওলানা সোলাইমান ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু। উদ্বোধক ছিলেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও কক্সবাজার হোটেল রামাদার এমডি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। অতিথি ছিলেন যথাক্রমে,
চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি বি আর টি আলহাজ্ব মোহাম্মদ হারুনুর রশিদ,চন্দনাইশ পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব আবু তৈয়ব,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর লোকমান হাকিম,অত্র কমিটির উপদেষ্টা ও চন্দনাইশ পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুদ্দিন (বাচা),বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সোলাইমান কোম্পানী, গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন চৌধুরী,ওয়ান আজিজ শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল গফুর চৌধুরী,বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ প্রফেসর আবু তৈয়ব,চৌধুরী শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আজম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাদেক শিবলু,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নিয়াজুর রহমান কোম্পানী,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম সওদাগর,সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মক্কা টেলিকম স্বত্বাধিকারী মোহাম্মদ আমিনুল ইসলাম,গাছবাড়িয়া কলেজ গেইট ফুলকলির স্বত্বাধিকারী মোহাম্মদ বাবুল সওদাগর,বিশিষ্ট ব্যবসায়ী যুবনেতা মোহাম্মদ মুজিব কোম্পানী।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুমিল্লা লক্ষ্মীপুর জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ রায়হান জালালী আশিকী মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা ছিলেন
চট্টগ্রাম মধ্যম হালিশহর বন্দর চান্দারপাড়া হযরত আব্দুল গফুর শাহ্ (রহ:) জামে মসজিদের খতিব তরুণ বক্তা হযরতুল আল্লামা মাওলানা ক্বারী আব্দুল কাদের সিরাজী আল-কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান,সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া,অর্থ সম্পাদক মোহাম্মদ লোকমান মানিক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অত্র কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা বলেন,ইমানদারের চিহ্ন হচ্ছে কথা কম বলা,আহার ও আরাম-আয়েশ কম করার পাশাপাশি বেশি বেশি করে ইবাদত করা। অবক্ষয়মুক্ত ও নৈতিক শিক্ষার আলোকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ ও সমাজ গঠনে ইসলামী শিক্ষা অপরিহার্য্য। দিন ও দুনিয়াকে কোরআন হাদিসের আলোকে উদ্ভাসিত করতে সাধারণ মানুষকে ইসলামী জ্ঞান আহরণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন,নবী করিম (সাঃ)’র ভালাবাসার মাধ্যমে ইমানদার হতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের পিতা-মাতা,সন্তান-সন্ততিসহ সকল মানুষ হতে নবী করিম (সাঃ) সর্বাধিক প্রিয় হতে পারবে না,ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমামদার হওয়া সম্ভব নয়। পিতা-মাতার প্রতি শ্রদ্ধা ভালবাসার মাধ্যমে নিজেকে পরকালের জন্য তৈরি হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট