1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল পবিত্র রমজান উপলক্ষে পটিয়ায় জিরি ইউনিয়নের কৃতিসন্তান ফরিদুল আলমের উদ্যোগে খাদ্যপণ্য বিতরণ কবিতাঃ ঈদ বসন্ত -মোঃ হোসাইন জাকের চন্দনাইশে পৌরসভা ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে ধোপাছড়িতে ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে জোয়ারা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে আরও ৬৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার টেক্সি ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের শুকনো ইফতার সামগ্রী উপহার

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশনের সাইকেল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬১৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন কর্তৃক এবং এ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা: পরাগ দে’র উদ্যেগে সাইকেল বিতরণ করা হয়।

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা: পরাগ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন

বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন প্রতিবছর ই মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। শীতার্থ মানুষের মাঝে উষ্ণতা ছাড়ানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন সহ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ঝড়ে পড়ে রোধকল্পে অতি দূর্গম ও দূরবর্তী এলাকা থেকে সহযে বিদ্যালয়ে আসতে দরিদ্র শিক্ষার্থী, উম্মে হাবিবা, স্মৃতি ত্রিপুরা, সামারি ত্রিপুরা, শ্রাবন্তি আক্তার, অনিতা ত্রিপুরা, মাঝে ৫ টি বাই-সাইকেল বিতরণ করা হয়।

গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, দূর্গম পথে বিদ্যালয়ে আসার জন্য দরিদ্র শিক্ষার্থীদের সাইকেল বিতরন এমন উদ্যেগ কে স্বাগত জানাই। এতে করে অত্রাঞ্চলের শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের মেধা বিকাশে অবদান রাখতে পারবে।

বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল দে ফাউন্ডেশন’র চেয়ারম্যান ডা: পরাগ দে বলেন, ফেসবুকে আমি একটা ভিডিও দেখছিলাম, গোমতি এলাকার দূর্গম পাহাড়ি পথ বেয়ে শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়াশুনা করতে আসে। তাদের কস্টের কথা বিবেচনা করে আমি এ উদ্যেগ গ্রহণ করি আশাকির তারা এ সাইকেল ব্যাবহার করে প্রতিদিন বিদ্যালয়ে আসবে। একইসাথে নিজেদের লেখাপড়া চালিয়ে যাবে।

এ সময়, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হুদা, সহাকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, নির্মল ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট