চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় তিনি বলেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার প্রিয় সাতকানিয়া-লোহাগাড়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।