1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৪ জৈষ্ঠ্যপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে  চলছে ক্ষুদে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম পটিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর আনারস মার্কার সমর্থনে জিরি ইউনিয়ন নির্বাচনী প্রধান কার্যালয় উদ্ভোধন ও সভা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নিবু কান্তি বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পটিয়া বিএনপির প্রস্তুতি সভায় এনামুল হক এনাম কারচুপি ও প্রহসনের নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই। শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গৌরব অর্জনে সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও.সোলাইমান ফারুকীর গণসংযোগ চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২ রেজাউল করিম রাজার সমর্থনে বোয়ালখালীতে মতাবিনিময় সভা অটোরিকশার ধাক্কায় বোয়ালখালীতে আহত কিশোরের মৃত্যু

পটিয়ার মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগে মেধা বৃওি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

অরুন নাথ(চটগ্রাম)পটিয়া প্রতিনিধিঃ ”এসো নিজে বদলে যাই,বদলে দিই সমাজ”-এই স্লোগানকে সামনে রেখে পটিয়ার ঐতির্য্যবাহী মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগে প্রত্যয়ী মেধা বৃওি পরীক্ষা-২০২৩ এর ফলাফল ও পুরস্কার বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে চটগ্রাম-১২(পটিয়া)
সংসদীয় আসনের নৌকা প্রতীক
প্রার্থী ও দক্ষিন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যকালে বলেছেন শিক্ষায় জাতির মেরুদন্ড।সামাজিক সংগঠন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ পটিয়ার ছাত্র-ছাত্রীরা দক্ষ শিক্ষায় গড়ে উটার লক্ষ্যে অর্জন প্রত্যাশায় সংগঠনের নামে প্রত্যয়ী মেধা বৃওি পরীক্ষার যে আয়োজন সেটা অবশ্যই প্রসংসনীয়।সামাজিক সংগঠন প্রত্যয়ী সংঘের এই কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা স্মার্ট বাংলাদেশে বির্নিমানের সহায় ভূমিকা রাখবে।তার জন্য সকল কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ এবং এ সংগঠন সমাজের প্রতিটি আরো নানান দেশ গঠন মূলক কাজে এগিয়ে যাবে এই প্রত্যাশা কামনা করি।তিনি আরো বলেন আগামী ৭ই জানুয়ারী-২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে।সেই নির্বাচনে পটিয়া সংসদীয় আসনে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করতে যাচ্ছি।আমার সেই নৌকা মার্কায় ভোট দিয়ে মডেল পটিয়া বির্নিমান এবং দেশের ধারাবহিক উন্নয়ন আরো এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে তার হাতকে শক্তিশালী করতে হবে এক আহব্বান জানিয়ে এসব আরো কথা বলেন তিনি।
আজ শনিবার(৯ই ডিসেম্বর)পটিয়ার কালারপোল এলাকার বাদামতল মেহের কমপ্লেক্স চত্বর অনুষ্টিত সভা মোহাম্মদ নগর প্রত্যয়ী সংগের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ ইমরান এর সভাপতিত্বে এবং মাইনুদ্দীন সুজন এর সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এতে অনুষ্টানের প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখে মানবিক সংগটন নজির আমহম দোভাষ ফাউন্ডেশন চেয়ারম্যান ড.জুলকারনাইন চৌধুরী জীবন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চটগ্রাম দক্ষিন জেলা আঃমীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা মোঃ ফারুখ।
বিশেষ অতিথি ছিলেন সংগটনের উপদেষ্টা মোহাম্মদ আরিফ,চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুী,আমিনুল ইসলাম খান টিপু,সংগটনের উপদেষ্টা আরিফ মাহমুদ চৌধুরী,জিরি ইউপি সচিব আবদুর মালেক,রফিকুল হাসান,কাজী মোর্শেদ সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও সংগঠনে অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য এ সংগঠনের শিক্ষা বিষয়ক কার্যক্রম প্রতি বছরের ন্যায় এবার ৬ষ্ট বছরে পদার্পন।
এবার বৃওি পরীক্ষায় উক্তীর্নদের মাঝে শিক্ষাবৃওি প্রায় পঞ্চাশ হাজার টাকা।এছাড়া পরীক্ষায় সেরাদের মাঝে ল্যাপটপ সহ শিক্ষা সার্টিফিকেট এবং সম্মাননা স্মারন প্রদান করা হয়েছে।এর মাঝে মেধা বৃওি পরীক্ষায় পৃষ্টপোষক হিসেবে অবদান রাখায় সংগটনের পক্ষ থেকে ড.জুলকারনাইন চৌধুরী জীবনকে এ অনুষ্টানে প্রধান অতিথির মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট