1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

বাবা -লায়ন এম এ ছালেহ্ (মৃত্যু বার্ষিকী)

  • প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৬৪০ বার পড়া হয়েছে

বাবা
-লায়ন এম এ ছালেহ্
(মৃত্যু বার্ষিকী)

পুকুর পাড়ের গোরস্থানে
বাঁশ বাগানের কাছে,
ঊনচল্লিশ বছর বাবা আমার
চির নিদ্রায় আছে।

যখন আমার বোধদয় হয়নি
তখন বাবার প্রস্থান,
অকূল পাথারে রেখে গেলেন
পিতৃহীন এক সন্তান।

পরিবারের সবার ছোট
অভাগা এক ছেলে,
বাবা আমায় একা করে
চলে গেলেন ফেলে।

মাথার উপর পিতার ছায়াটি
পৃথিবীতে যার নেই,
নিষ্ঠুর এ মায়ামোহে হায়
বড় হতভাগা সেই।

বাবার আদর কত সুখের
পরশ পাইনি তাঁর,
পৃথিবীটা হত স্বর্গরাজ্য
নিখাঁদ আদরে যার।

একত্রিশে মে বৃহস্পতিবার
উনিশ শত চুরাশি,
না ফেরার দেশের বাসিন্দা হল
লুকায়িত বাবার হাসি।

সেই দিনের পর যখন থেকে
বুঝলাম বাবার শোক,
হৃদয়ের কথা বুঝাবার মত
পাইনি তেমন লোক।

আল্লাহ তোমার দরবারে চাওয়া
কবুল কর মোনাজাত,
আমার বাবাকে দাওগো দয়াল
মকামে ফেরদৌস জান্নাত।

(আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা)

১৯৮৪ সালে অসুস্থ অবস্থায় তোলা বাবার ছবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট