1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৪ জৈষ্ঠ্যপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে  চলছে ক্ষুদে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম পটিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর আনারস মার্কার সমর্থনে জিরি ইউনিয়ন নির্বাচনী প্রধান কার্যালয় উদ্ভোধন ও সভা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নিবু কান্তি বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পটিয়া বিএনপির প্রস্তুতি সভায় এনামুল হক এনাম কারচুপি ও প্রহসনের নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই। শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গৌরব অর্জনে সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও.সোলাইমান ফারুকীর গণসংযোগ চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২ রেজাউল করিম রাজার সমর্থনে বোয়ালখালীতে মতাবিনিময় সভা অটোরিকশার ধাক্কায় বোয়ালখালীতে আহত কিশোরের মৃত্যু

দাকোপের নলিয়ানে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

জুলফিকার আলী,দাকোপ প্রতিনিধিঃ

বনবিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাম ভাঙ্গিয়ে এলাকায় কথিত সোর্সরা সুন্দরবনের বাঘ হরিণের চামড়া ও অস্ত্র সাধারণ মানুষের বাড়িতে রেখে হয়রানি করার প্রতিবাদে দাকোপে সুতারখালী ইউনিয়ন বাসীর উদ্যোগে নলিয়ান বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় নলিয়ান বাজারে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫নং সুতারখালী পরিষদের মেম্বর মোঃ জাহিদুর রহমান ফকির। এ সময় বক্তারা বলেন,দীর্ঘ বছরয় ধরে এলাকায় এক শ্রেণীর মানুষ বনবিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাম ভাঙ্গিয়ে কথিত সোর্স সেজে তারা নিজেদের স্বার্থ আদায়ে গহীন সুন্দরবনে অনাধিকার প্রবেশ করে সুন্দরবনের ঐতিহ্য বাঘ, হরিণ হত্যা করে সেই চামড়া ও বিভিন্ন ধরণের অস্ত্র রাতের আধারে এলাকার নিরীহ সাধারণ মানুষের বাড়িতে রেখে হয়রানি করে আসছে। এরই অংশ হিসেবে এ চক্রটি গত ২০ এপ্রিল বৃহস্পতিবার নলিয়ান গ্রামের বাসিন্দা আফছার আলী মাঝির ছেলে মোসলেম মাঝির বাড়ির প্রবেশ দ্বার গরুর গোয়াল ঘরের সামনে রাস্তার উপর একটি হরিণের চামড়া রেখে পশ্চিম বনবিভাগের নলিয়ান রেঞ্জের স্টেশন অফিসে স্থানীয় বাসিন্দা মহসিন মোল্যাা তার ব্যবহৃত মুঠোফোনের মাধ্যমে বিপ্লব মন্ডলকে দিয়ে ফোন দেওয়া হয়। তাৎক্ষনিক এ খবরে বনবিভাগের নলিয়ান স্টেশন অফিস ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করেন এবং মোসলেম মাঝিকে আটক করে বনবিভাগ বন আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে। মোসলেম মাঝি ষড়যন্ত্রের শিকারে আটকের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে জানাজানি হলে ষড়যন্ত্রের অভিযোগে গত ২৫ এপ্রিল বনবিভাগ একই মামলায় বিপ্লব মন্ডল, বাবু গাজী, সুকলাল মিস্ত্রী, মাছু ঢালীকে আটক করা হয়। বক্তারা আরো বলেন,এ ঘটনার মুলহোতারা এখনো ধরাছোয়ার বাহিরে রয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন সুতারখালী ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মাসুম আলী ফকির। বিশেষ অতিথির বক্তৃতা করেন সুতারখালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলী জুলু, ইউপি সদস্য শেখ জহির উদ্দিন, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, আওয়ামী লীগ নেতা ও শিক্ষক অসিত কুমার মন্ডল, ডাঃ বঙ্কিম চন্দ্র মিস্ত্রী, সাবেক ইউপি সদস্যা শাহানারা বেগম, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নাজমুল হাসান, বিল্লাল হোসেন গাজী প্রমুখ।
এ বিষয়ে পশ্চিম বন বিভাগের নলিয়ান রেঞ্জের নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন বলেন, হরিণের চামড়া উদ্ধার মামলায় বন আইনে গত ২০ এপ্রিল ১ জনকে এবং ২৫ এপ্রিল ৫ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট