
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লার সমর্থনে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বোয়ালখালী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সেবাখোলা ভোটকেন্দ্র নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহমদ খান।
সভায় বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাক আহমদ খান বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বাসী। এ দেশে সনাতনী সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লা নির্বাচিত হলে বোয়ালখালীসহ চট্টগ্রাম-৮ আসনে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।