
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“জাতীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো এবং মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন।
কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, সহ-সভাপতি মো. আবু তালেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন,মো.সোহেল,মহিলা উদ্যোক্তা মরিয়ম বেগম, সাকি আক্তার,তন্নী দেবসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।