
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে এক জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে ১২টায় অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। সাকি আকতার ও তন্নি দেবের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অসামান্য অবদান, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি নারীকে জয়িতা নির্বাচিত করা হয়। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।
তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমাজে তাদের অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর এ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। নারীদের অদম্য স্পৃহা, সংগ্রামী মনোভাব এবং সমাজের উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে বলেন, নারী উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই পূর্ণতা পায় না। জয়িতারা আমাদের প্রেরণা।