
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখীল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ও খতিব মাওলানা আবু নাছের জিলানীকে ‘সাজানো ও মিথ্যা’ অস্ত্র মামলায় গ্রেপ্তারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কধুরখীল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরা।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসা গেইটের সামনে থেকে সাবেক–বর্তমান শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন সও, ওমর সেলিম, ডা. আবু হানিফ, শিক্ষাবিদ শফিউল আলম, মাওলানা নূরউদ্দিন কাদেরী, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুনির উদ্দিন মারুফ, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা তাউসিফ রেজা, মাওলানা আবু ছালেক, মাওলানা মারুফুল ইসলাম, মাওলানা আলী হায়দার কাদেরী, মুফিজুর রহমান, মাওলানা তৌহিদুল ইসলাম, হাফেজ তৌহিদ, আজিজুর রহমান, শহিদুল ইসলাম ফাহিমসহ মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, মাওলানা আবু নাছের জিলানী একজন সম্মানিত আলেম ও শিক্ষক। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ সামনে দিয়ে যে ছবি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়েছে, যা আলেম সমাজকে হেয় করার চেষ্টা।
প্রতিবাদকারীরা দ্রুত আবু নাছের জিলানীর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রসঙ্গত গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌরসভার জামতল এলাকায় অভিযান চালিয়ে একটি খামার থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে অস্ত্র ককটেলসহ আবু নাছের জিলানীসহ তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।