1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক কবিতাঃ ভোটদান – মো. হোসাইন জাকের পটিয়ায় মীর গ্রুপ প্রতিষ্টাতা শিল্পপতি মরহুম মীর আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বোয়ালখালী নির্বাচন অফিসে ঝুলছে গণভোটের প্রচারে ‘হ্যাঁ’ শব্দের বানান ভুলের ফেস্টুন কর্ণফুলী  নদী পরিদর্শনে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান চন্দনাইশে জসীম উদ্দিন আহমেদের সমর্থনে বৈঠকে ড. সুকুমল বড়ুয়া এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ সোনাইমুড়ীতে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ঘোষনার আবদেন জামায়াতের

সচেতনতায় সমাজ বদলের অঙ্গীকার — লায়ন্স ক্লাব শতাব্দী ও সেন্ট্রাল শাপলার স্বাস্থ্য সেমিনার

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

“একতাতে সমৃদ্ধি”— এই মূলমন্ত্রে বিশ্বাসী লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ অক্টোবর মাসকে সেবা মাস হিসেবে পালন করছে। সেবার এই ধারাবাহিকতায় শনিবার বিকেল ৫টায় সিএলএফ হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো এক অনন্য স্বাস্থ্য সচেতনতা সেমিনার। আয়োজনে ছিল লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলা ও লিও কাউন্সিল।

সেমিনারের মূল বিষয়বস্তু ছিল— ব্রেস্ট ক্যান্সার, চাইল্ডহুড ক্যান্সার ও মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য। তিনটি বিষয়ই আধুনিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তবে এখনো সমাজে এ নিয়ে পর্যাপ্ত সচেতনতা গড়ে ওঠেনি। লায়ন্স ক্লাবের এই উদ্যোগ তাই শুধু একটি সেমিনার নয়— এটি ছিল মানবিকতা, দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের এক উদাহরণ। জিইটি লায়ন আনিসুল হক চৌধুরী ও কাশফিয়া নূর আশরাফীর যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ব্রেস্ট ক্যান্সার, চাইল্ডহুড ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য — এ বিষয়গুলো এখন সময়ের দাবি। প্রাথমিক পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে অগণিত প্রাণ রক্ষা করা সম্ভব।”

সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। তিনি বলেন, “লায়ন্স ক্লাব শুধু দান-সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ পরিবর্তনের মূলে কাজ করে— শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়ন আমাদের প্রধান অঙ্গীকার।”

বিশেষ অতিথি ছিলেন ইমিডিয়েট পাস্ট জেলা গভর্নর  লায়ন কোহিনূর কামাল এমজেএফ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট মো. আবু বক্কর সিদ্দিক পিএমজেএফ,কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোরশেদ এমজেএফ ও ট্রেজেরার লায়ন গাজী মোঃ শহীদ উল্লাহ এমজেএফ, ,জিএলটি লায়ন জাহানারা বেগম,জিএসটি লায়ন মোরশেদুল হক চৌঃ,ডঃ আব্দুল্লাহ আল হারুন,রিজিওন চেয়ারপারসন ক্লাবস লায়ন নিশাত ইমরান, রিজিওন চেয়ারপারসন লায়ন সোহেলা রহমান মাহমুদ,

জোন চেয়ারপারসন ক্লাবস লায়ন সাইফুল আলম পাটোয়ারী, জোন চেয়ারপারসন লায়ন আজিজুর রহমান  শতাব্দীর প্রেসিডেন্ট লায়ন এইচ এম ওসমান সরওয়ার ও সেন্ট্রাল শাপলার প্রেসিডেন্ট রওশান আকতার ও লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শওকত হোসেন, আবু নাছের রনি,আফরোজা বেগম, সুভনাজ জিনিয়া,হুমায়ুন কবির, তারেক কামাল,শারমিন আক্তার মৌ  হেলাল উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল সরকার ও লিও এবং জেলা লায়ন্স নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন,

ডা. সোহেলা শাহনাজ, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল;

ডা. রশিদ মাহমুদ জুলফিকার, সিএমও, বিএসআরএম ফাউন্ডেশন;

এবং মিসেস আয়েশা আক্তার, পরামর্শদাতা মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ, বিএসআরএম মেডিকেল সেন্টার, চট্টগ্রাম।

তারা বলেন, নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের মূল অস্ত্র হলো সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। অন্যদিকে শিশুদের ক্যান্সার ও মানসিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন ভূমিকা অপরিহার্য। মানসিক চাপ, বিষণ্নতা ও একাকিত্ব এখন সমাজজুড়ে নীরব মহামারি— এ বিষয়ে সামাজিক সহমর্মিতা গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা।

সেমিনারে লায়ন্স ও লিও সদস্য ছাড়াও বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, শিক্ষার্থী ও সমাজকর্মীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিক পরিবেশ ও প্রাণবন্ত আলোচনা।

লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ জানান, অক্টোবর জুড়ে নানা মানবিক সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে— যার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সচেতনতা অন্যতম। তারা বিশ্বাস করেন, “ছোট ছোট উদ্যোগই পারে সমাজে বড় পরিবর্তন আনতে।”

সেমিনারের শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এমন কার্যক্রম নিয়মিত হলে সমাজে সচেতনতা ও ইতিবাচক চিন্তার প্রসার ঘটবে।

লায়ন্স ক্লাবের এই আয়োজন প্রমাণ করে, সেবার শক্তি কেবল আর্থিক সহায়তায় নয়— সচেতনতার মাধ্যমে জীবন বদলাতেও পারে একতাবদ্ধ মানবতার উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট