1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চেয়ারম্যান প্রার্থীর আনারস প্রতীকের সমর্থনে বড়লিয়া ইউনিয়নের প্রধান নির্বাচন কার্যালয় উদ্ভোধন ও সভা কাতারে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৪ জৈষ্ঠ্যপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে  চলছে ক্ষুদে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম পটিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর আনারস মার্কার সমর্থনে জিরি ইউনিয়ন নির্বাচনী প্রধান কার্যালয় উদ্ভোধন ও সভা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নিবু কান্তি বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পটিয়া বিএনপির প্রস্তুতি সভায় এনামুল হক এনাম কারচুপি ও প্রহসনের নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই। শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গৌরব অর্জনে সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও.সোলাইমান ফারুকীর গণসংযোগ চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২ রেজাউল করিম রাজার সমর্থনে বোয়ালখালীতে মতাবিনিময় সভা

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর এবং সাধারণ সম্পাদক ইমরান মল্লিকের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন চত্বরে ১০০ চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ১০নং সলিমপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সহস্রাধিক চারাগাছ রোপন করছি।

১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান মল্লিক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সলিমপুরে কর্মসূচি শুরু করেছি।

এ সময় ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সাদেকুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালাম, ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাজমুল হাসান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট