1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন পটিয়া পল্লী মঙ্গল সমিথির রাস উৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি বিএনপি নেতা-এনামুল চন্দনাইশে হযরত শাহ্ সুফি ডা: আহমদুর রহমান (ক.) আল-মাইজভান্ডারী’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন চীবর উৎসর্গের মধ্যে দিয়ে সম্পন্ন হলো হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে কঠিন চীবর দান চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন জননেতা শাহজাহান মিঞা। বোয়ালখালী শাকপুরায় শুরু পাঁচ দিনব্যাপী রাস মহোৎসব ও রাসমেলা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স শূন্যতার ছায়া

হাছান মাহমুদ ও তার মেয়েসহ ৮৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এবার সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ ও তার ভাই এরশাদ মাহমুদসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪২ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

তিনটি মামলার মধ্যে দুইটিতে ড. হাছান মাহমুদকে প্রধান আসামি করা হয়। একটি মামলায় তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ প্রধান আসামি। অপর মামলায় ড. হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ ২নং আসামি।

আজ বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রাঙ্গুনিয়ার স্থানীয় ৩ ব্যক্তি পৃথক পৃথকভাবে এই মামলাগুলো দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পেশকার জয়নাল আবেদীন।

রাঙ্গুনিয়ার প্রবাসী মোঃ হারুন রশীদ প্রকাশ মোঃ হারুনর রশীদ বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদের মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জায়গা জমি রেজিষ্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।

এই মামলায় সংশ্লিষ্ট থানাকে থানা মামলা হিসাবে গ্রহণ আদেশ দেয় আদালত। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার এলাকার বাসিন্দা মোঃ ওসমান বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদসহ ৩২ উল্লেখ করে ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়। মামলার বিষয়টি রাঙ্গুনিয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত।

রাঙ্গুনিয়া স্থানীয় বাসিন্দার কামাল উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদকে প্রধান আসামি এবং তার ভাই এরশাদ মাহমুদকে ২য় আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় কোন অজ্ঞাত নামা আসামি করা হয়নি। আসামিদের বিরুদ্ধে মামলার বাদীকে মারধর করে গুরুতর আঘাতের অভিযোগ আনা হয়।

ড. মঈন উদ্দিন আহমদ এডভোকেট নামে বাদী পক্ষের এক আইনজীবী বলেন, যে সরকার থাকুক না কেন? সবাই যেন আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার পায়। মামলা বাদী এক সময় এই ঘটনার বিচার জন্য মামলা করতে পারেননি।

আজ দেশের একটি ভালো পরিবেশ সৃষ্টি হওয়াতে আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। আশা করি বাদী পক্ষ ন্যায় বিচার পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট