1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ  বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ

স্বামীহারা ডেজির ভরসা এখন গরু পালন, গরুর লাভেই চলে সংসার আর সন্তানদের লেখাপড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদন্ডী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আফজাল তালুকদারের বাড়িতে ছোট্ট একটি খামারে গরু পালন করেন ডেজি আক্তার। চার বছর ধরে কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু কিনে মোটা-তাজা করে বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। এখন গরু পালনের আয়ই হয়ে উঠেছে তার জীবিকার প্রধান অবলম্বন।

প্রতি বছর ঈদের আগে বাজার থেকে দুইটি গরু কিনে আনেন তিনি। নিজ হাতে লালন-পালন করে, ঘাস খাইয়ে, যত্ন করে মোটা-তাজা করেন গরুগুলো। এরপর কোরবানির ঈদে সেগুলো বিক্রি করে যা লাভ হয়, সেই টাকা দিয়েই চলে সংসার আর দুই সন্তানের লেখাপড়ার খরচ।

ডেজি আক্তার জানান, এবছরও তিনি দুইটি গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। বাজারে গরু দুটি বিক্রি করতে পারলে তিনি প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা পেতে পারেন বলে আশা করছেন। গরু দুটি কেনা হয়েছিল ১ লাখ টাকায়। তিনি বলেন, “এই লাভের টাকা দিয়েই সংসার চালাই, ছেলেদের পড়াশোনার খরচ দেই।”

প্রায় সাত মাস আগে তার স্বামী মারা যান। সেই ধাক্কা সামলাতে না সামলাতে আবার ঘুরে দাঁড়িয়েছেন ডেজি। দুই সন্তানকে নিয়েই সামনে এগিয়ে চলার চেষ্টা তার প্রতিদিনের সংগ্রাম। বড় ছেলে আরফাত বর্তমানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোট ছেলে রিফাত এইচএসসি পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

রিফাত বলেন, “মাকে প্রতিদিন গরুর দেখভাল করতে সাহায্য করি। ঘাস কেটে দেই, পানি দেই। মাকে একা কষ্ট করতে দেই না।”

ডেজি আক্তারের ইচ্ছা, সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পেলে তিনি তার খামারটিকে বড় পরিসরে রূপ দিতে চান। তিনি বলেন, “সাহায্য পেলে ৪-৫টি গরু রাখতে পারতাম, তাতে লাভও হতো বেশি, আর ছেলেদের ভবিষ্যতও একটু নিরাপদ হতো।”

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী কর্মকর্তা এস.এম. সাইদুল আলম (সাঈদ) বলেন, “আমরা শুরু থেকেই ডেজি আক্তারকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছি। প্রয়োজন হলে আরও সহযোগিতা দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট