1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ মাওলানা আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে কধুরখীল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবক চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রার্থী হতে চায় এড. নাজিম উদ্দীন চৌধুরী বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ

মাওলানা আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে কধুরখীল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখীল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ও খতিব মাওলানা আবু নাছের জিলানীকে ‘সাজানো ও মিথ্যা’ অস্ত্র মামলায় গ্রেপ্তারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কধুরখীল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরা।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসা গেইটের সামনে থেকে সাবেক–বর্তমান শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন সও, ওমর সেলিম, ডা. আবু হানিফ, শিক্ষাবিদ শফিউল আলম, মাওলানা নূরউদ্দিন কাদেরী, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুনির উদ্দিন মারুফ, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা তাউসিফ রেজা, মাওলানা আবু ছালেক, মাওলানা মারুফুল ইসলাম, মাওলানা আলী হায়দার কাদেরী, মুফিজুর রহমান, মাওলানা তৌহিদুল ইসলাম, হাফেজ তৌহিদ, আজিজুর রহমান, শহিদুল ইসলাম ফাহিমসহ মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, মাওলানা আবু নাছের জিলানী একজন সম্মানিত আলেম ও শিক্ষক। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ সামনে দিয়ে যে ছবি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়েছে, যা আলেম সমাজকে হেয় করার চেষ্টা।

প্রতিবাদকারীরা দ্রুত আবু নাছের জিলানীর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌরসভার জামতল এলাকায় অভিযান চালিয়ে একটি খামার থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে অস্ত্র ককটেলসহ আবু নাছের জিলানীসহ তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট