
বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার বৃদ্ধ মা ও বাবাকে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনই আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়ির পাশে নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসী জাকের হোসেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করছেন। তার নতুন নির্মিত ওই বাড়িতে স্ত্রীসহ বৃদ্ধ মা সিরাজ খাতুন (৫৫) ও বাবা আবদুল হাশেম (৬০) বসবাস করেন।
ভুক্তভোগী পরিবার জানায়, দুর্বৃত্তরা মই ব্যবহার করে পাকা ভবনের সিঁড়িঘর দিয়ে ঘরে প্রবেশ করে। পরে তারা ঘুমন্ত অবস্থায় আবদুল হাশেম ও সিরাজ খাতুনকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে আহত করে। তবে ওই সময় প্রবাসীর স্ত্রীর কক্ষে ঢুকতে পারেনি দুর্বৃত্তরা।
প্রবাসী জাকের হোসেন জানান, বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে তিনি প্রবাসে বসেই পুরো ঘটনা দেখতে পান। ফুটেজে তিনজন যুবককে লোহার রড ও দা হাতে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
আহত সিরাজ খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।