বোয়ালখালী প্রতিনিধি:
অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অনুমোদনহীন পণ্য বিক্রয়ের দায়ে চট্টগ্রামের বোয়ালখালীতে দুই দোকানিকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌরসভার গোমদণ্ডী ফুলতলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাজা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা এবং মেসার্স ভান্ডারী ট্রেডিংকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুতফর রহমান।