1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক কবিতাঃ ভোটদান – মো. হোসাইন জাকের পটিয়ায় মীর গ্রুপ প্রতিষ্টাতা শিল্পপতি মরহুম মীর আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত বোয়ালখালী নির্বাচন অফিসে ঝুলছে গণভোটের প্রচারে ‘হ্যাঁ’ শব্দের বানান ভুলের ফেস্টুন কর্ণফুলী  নদী পরিদর্শনে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান চন্দনাইশে জসীম উদ্দিন আহমেদের সমর্থনে বৈঠকে ড. সুকুমল বড়ুয়া এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ সোনাইমুড়ীতে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ঘোষনার আবদেন জামায়াতের ‘এনসিপি বয়কট’ স্লোগানের প্রতিবাদ,সংবাদ সম্মেলনে এনসিপি

বিশ্বসাদা ছড়ি নিরাপত্তা দিবস উৎযাপন উপলক্ষ্যে রোটারি চট্টগ্রাম এরিয়ার ক্লাব সমূহের যৌথ প্রকল্প

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 

ব্রেইল শিখে সহজে পড়ি, স্বাধীনভাবে জীবন গড়ি এই প্রতিপাদ্য নিয়ে কৃস্টি ট্রাস্ট এর উদ্যোগে ও চট্টগ্রাম এরিয়ার ২১টি রোটারি ক্লাবের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানভিত্তিক বা আধুনিক শিক্ষা পদ্ধতি ও ব্রেইল পাঠে আগ্রহী করে গড়ে তোলার জন্য বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান বিষয়ে ব্রেইল পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৩১শে অক্টোবর শুক্রবার জেলা শিল্পকলার জয়নুল আবেদীন হলে কৃস্টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবরিনা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ওনার বক্তব্যে উনি প্রতিবন্ধীদের জন্য একটি বাসযোগ্য নগরী ও ওদের ব্রেইল পদ্ধতিকে আরো আধুনিকায়ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন সাবরিনার এই অদম্য সাহসিক অগ্রযাত্রা সবাইকে অনুপ্রাণিত করবে। স্বাগতিক রোটারি ক্লাব অফ চিটাগাং রেইনবোর প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদা আক্তার মিতা ওনার বক্তব্যে কৃস্টি ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে রোটারিয়ানরা সব সময় সহযোগিতা নিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, সেইসাথে অনুষ্ঠানে উপস্থিত সকল রোটারী ক্লাবের সভাপতিদের আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ২১টি রোটারি ক্লাবের সহযেগিতায় অনুষ্ঠানে ৩টি বিভাগে ১ম, ২য় ও ৩য় মোট ৯টি পুরস্কার ৭৫ হাজার টাকা প্রাইজবন্ড প্রতিযোগিদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। ব্রেইল বই নির্মাণ, প্রকাশনা ও গবেষনার জন্য সকল সভাপতিদের পক্ষে নগদ ৫০,০০০/- টাকা কৃষ্টি ট্রাস্ট কে প্রদান করেন স্বাগতিক ক্লাবের সভাপতি সাবিনা কাইয়ুম। রোটারিয়ান ওমর আলী ফয়সাল অনুষ্ঠানের আপ্যায়নের জন্য নগদ ২০,০০০/- টাকা অনুদান প্রদান করেন। রেইনবো ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুবর্ণা দে কৃষ্টি ফাউন্ডেশনের সাথে এই যৌথ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রোকেয়া সুলতানা, পিপি তাসনুভা হায়দার নোভা, পিপি এমদাদুল আজিজ, সিপি নজরুল ইসলাম নান্টু, পিপি খনরঞ্জন রয়, পিপি ফোরকান উদ্দিন, রাসেল উদ্দিন, আবদুল্লাহ নোমান সহ বিভিন্ন রোটারী ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট