1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন পটিয়া পল্লী মঙ্গল সমিথির রাস উৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি বিএনপি নেতা-এনামুল চন্দনাইশে হযরত শাহ্ সুফি ডা: আহমদুর রহমান (ক.) আল-মাইজভান্ডারী’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন চীবর উৎসর্গের মধ্যে দিয়ে সম্পন্ন হলো হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে কঠিন চীবর দান চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন জননেতা শাহজাহান মিঞা। বোয়ালখালী শাকপুরায় শুরু পাঁচ দিনব্যাপী রাস মহোৎসব ও রাসমেলা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স শূন্যতার ছায়া ফাঁদ পেতে পাখি শিকার, ২ শিকারীর কারাদণ্ড সোনাইমুড়ী ছাত্র লীগ সভাপতি আরিফ আটক

পটিয়া পল্লী মঙ্গল সমিথির রাস উৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি বিএনপি নেতা-এনামুল

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া পৌর সদর এলাকার সুচক্রদন্ডী পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রী কৃষ্ণের রাসলীলা মহোৎসব উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারের ১৮তম রাস উৎসব উদযাপনের অনুষ্টানমালায় মহানাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা মঙ্গল শোভাযাত্রা,শ্রীমদ্ভগদ গীতা প্রতিযোগিতা,মনোজ্ঞ ধর্মীয় সংগীতানুষ্টান,গীতি নৃত্যনাঠ্য,শ্রীশ্রী শিব ও রাস পূজা,গুনীজন সংবর্ধনা ও মহতী ধর্মসভা এব ষোড়ষ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্টিত হয়েছে।
এতে মহতী ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনিত প্রার্থী ও দক্ষিন জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক জনাব এনামুল হক এনাম।
গতকাল মঙ্গলবার(৪টা) নভেম্বর পল্লী মঙ্গল সমিতির রাস উদযাপন পরিষদ সভাপতি বাব কানুরাম দে এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অনুষ্টানের উদ্ভোধক হিসেবে ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাব দীপক কুমার পালিত।
মঙ্গল প্রদীপ প্রজ্বলনে ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহজরাজ।বাবু সুমন সেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাস উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু তাপস দে,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ধর্মীয় প্রবক্তা এবং বিশিষ্ট সমাজসবী বৃন্দ।
সভা শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনে মাঙ্গলিক শঙ্খ,ঘন্টা,উলুধ্বনী ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ অনুষ্টানের শুভ সূচনা হয় এবং সভার শেষ পর্যায়ে ঐতির্য্যবাহী এ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্টানে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে গুনীদের স্মরন করা হয়।
এর পূর্ববর্তী সময় সকাল ১০টায় পৌর সদরের ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী অনুষ্টানস্হল থেকে শুরু হয়ে এ নগরীর প্রধান সড়ক ঘুরে অনুষ্টানস্হলে এসে এ নগর পরিক্রমা মঙ্গল শোভাযাত্রা সমাপ্তি হয়।
এসব অনুষ্টানমালা শেষে মঙ্গলবার (৪টা) নভেম্বর রাত গতে ভোর উষা লগ্নে ষোড়ষ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ শুভারম্ভ হয়ে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত অহোরাত্র পরিবেশন হবে।এরপর উষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও কীর্তীন সহকারে নগর পরিক্রমা।
উল্লেখ্য আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট