
রবিউল হাসান, নোয়াখালী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করলেন নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে সোনাইমুড়ী কলেজ গেইট হতে এ প্রচারনা শুরু হয়।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, তিনি নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট হতে প্রতিক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণময় সমাজ গড়ার লক্ষে, সৎ লোকের শাসন কায়েমের জন্য তাদের জান মাল দিয়ে সর্বোচ্চ চেস্টা করবেন। পরবর্তীতে নির্বাচনী আঁচরন বিধি মেনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচারনা কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াতে আমির হানিফ মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, চাটখিল উপজেলা জামায়াতে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মহি উদ্দিন হাছান, ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর সেক্রেটারী মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতা কর্মীরা।