1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে “শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে প্রয়োজন অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগ” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১০ টায় চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা নুরুল হক মেম্বার।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে প্রতিটি নাগরিককে সঠিক ও উন্নত শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। কিন্তু আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আজ সেই শিক্ষার বড়ই অভাব পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে, যে যত বড় শিক্ষিত হচ্ছে, সে যেন তত বড় দুর্নীতিবাজ হচ্ছে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী একদিকে ইসলামি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, অন্যদিকে তারা জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা শিক্ষায়ও সমানভাবে পারদর্শিতা অর্জন করবে।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত করন, শিক্ষার্থীদের পিটি, প্যারেড এবং ডিসপ্লে পরিবেশনা অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর করে তোলে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, ছড়া, দলীয় নাটিকা, অভিনয় ও কৌতুক পরিবেশন করে।

এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট