1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর নির্বাচিত হলেন এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এপেক্স বাংলাদেশের এর ২০২৪-২০২৫ বছরের জন্য জেলা – ৩ এর গভর্নর নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ।

শুক্রবার (২৫ ডিসেম্বর ) চট্টগ্রাম ফয়েস লেক সি – ওয়ার্ল্ডে ৪৪ তম বার্ষিক জেলা কনভেনশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
“স্বাধীন এপেক্স” জেলা ৩ সম্মেলনটি এপেক্সিয়ানদের সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি পিপলস ভিউ-এর প্রকাশক ও সম্পাদক মো. ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ড. এসএম হাসান আলী, অতীত জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহেদী, এনওয়াইসিডি আবু হানিফ তুহিন , এনএডি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া, জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহমেদ মনি, পিডিজি-৩ এপেক্সিয়ান কামাল পাশা, পিডিজি-৩ এপেক্সিয়ান মোসলেম উদ্দিন, পিডিজি-৩ & পিএনএডি এপেক্সিয়ান এসকে দত্ত অনুপ, জেলা কনভেনশন কমিটির সেক্রেটারি এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলীসহ এপেক্স বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দ, জেলা-৩ এবং অন্যান্য জেলার এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন। এপেক্স ক্লাব অব বার আওলিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই কনভেনশনে, প্রাথমিক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বার আওলিয়ার ২০২৪ সালের সভাপতি এবং কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ফরিদ চৌধুরী। ব্যবসায়িক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর, এপেক্সিয়ান জিয়াউল হক জিয়া এতে বিভিন্ন ক্লাবের সভাপতিরা তাদের ক্লাব রিপোর্ট উপস্থাপন করেন এবং ডিস্ট্রিক্ট ৩- এর গভর্নরের রিপোর্ট উপস্থাপন করেন। সম্মেলনে এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এবং চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানকে ২০২৫ সালের জন্য ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর নির্বাচিত করা হয় এবং নির্বাচিত গভর্নর কে এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও ক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জয়লাভের পর নবনির্বাচিত গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান বলেন, উপস্থিত ডেলিগেটদের ভেতর যে বিপুল পরিমাণ ডেলিগেট আমাকে সমর্থন দিয়েছেন, আমি আশা করছি তাদের আস্থার প্রতিদান দিতে পারব।কনভেনশন কমিটির চেয়ারম্যান, এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ফরিদ চৌধুরী ডিস্ট্রিক্ট ৩ কনভেনশনে যোগদান এবং ডিস্ট্রিক্ট ৩-কে গর্বিত করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন পটিয়া ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিয়াকত আলীকে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফল হয়। অনুষ্ঠান শেষে জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট