1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজ নগরী’র চেহলাম সম্পন্ন চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী অগ্নি দুর্গত ৯ পরিবারকে ইউএনওর সহায়তা আগুনে পুড়ল বোয়ালখালীতে ৫ বসতঘর আদর্শের রাজনীতি কখনো মৃত্যুবরণ করে না-মোস্তাক আহমদ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মিলাদ ও দোয়া মাহফিল মহা সড়কে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের নাকধরা মানববন্ধন কর্মসূচি বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা চাঁদা না দিয়ে থানায় অভিযোগ করায় হিজড়াদের ওপর হামলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ের ১৫ হাজার বর্গফুট জমি উদ্ধার

এরা কেমনে গণমাধ্যম কর্মী হয়। দায় নেবে কে? দোষ কার? আমিরুল ইসলাম কবির।

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

অযোগ্য, অদক্ষ, প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরোয়নি, এসব একাধিক পেশার ব্যক্তি, ‘ব’ কলম, ভুঁইফোড়, দাদন ব্যবসায়ী (সুদারু), কসাই, জুয়ারু, মদারু, তাসারু, ডাকাত, পান দোকানদার, শ্রমিক, হকারসহ নানা কিছিমের লোক যখন দেখি সাংবাদিক ! দায় নেবে কে? দোষ কার?

একজন বিবেকবান মানুষ হিসেবে তখন প্রশ্ন জাগে ? এদের সৃষ্টি/তৈরী করলো কে ? আর এ ধরনের ব্যক্তিরা কীভাবে পত্রিকা/টিভি/অন লাইন/রেডিওসহ বিভিন্ন গন মাধ্যমের কার্ড/নিয়োগপত্র পায় আমার বুঝে আসেনা !

আার সংবাদপত্র এবং সাংবাদিককে বলা হয় জাতির বিবেক,সমাজের দর্পণ।

যারা-কূখ্যাত দাদন ব্যবসায়ী (সুদারু),কসাই,জুয়ারু,মাদক ব্যবসার অভিযোগ আছে এমন ব্যক্তি, চোর-ডাকাত নানা দোষে দূষিত এসব লোক যখন সাংবাদিক পরিচয় দেয়, তখন জাতির বিবেক “সাংবাদিক” শব্দটির কথা মনে হলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়, এই জন্য যে, আমিও একজন সাংবাদিক।

সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রত্যাশা এবং সময়ের দাবী,অপ-সাংবাদিকতা রোধে শুদ্ধি অভিযান চালানো উচিৎ।

তাছাড়া সাংবাদিকতার ক্ষেত্রে সময়ের দাবী এবং এ ডিজিটাল সময়ে কমপক্ষে স্নাতক বা সমমানের প্রতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা থাকা উচিৎ। মফস্বল নারী সাংবাদিক এর ক্ষেত্রে মেধার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক করা যেতে পারে বলে আমি মনে করি।

তাছাড়া,যারা দীর্ঘবছর থেকে এ পেশায় যুক্ত,তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে মেধা অনুযায়ী।

এছাড়া,ছাত্র,শিক্ষক,এনজিও কর্মী ও অন্যান্য পেশার ব্যক্তিদের কোনো প্রতিবেদন যদি প্রকাশ হয়,তাহলে তাদেরকে সম্মানজনক সম্মানী দেয়া যেতে পারে।

সেই সাথে সংবাদপত্র এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি শক্তিশালী গ্রহনযোগ্য নীতিমালা থাকাও দরকার।

অবসরে মনে হয়, অনেক বলে ফেললাম।

“বলার আছে আরো কতো যে কথা,সময় এবং সুযোগ পেলে বলতেও পারি তা”।

ধন্যবাদসহ গভীর আন্তরিকতায়।

লেখকঃ
সিনিয়র সাংবাদিক
কবি ও আবৃত্তি শিল্পী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট