1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক নারী বোয়ালখালীতে ব্যক্তি উদ্যোগে শাকপুরা  লালচাঁদ বিহার সড়ক সংস্কার পটিয়া মুন্সেফ বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যাগে টাইলস স্থাপন কাজের উদ্বোধন। পটিয়া নব জাগরণ যুব সংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ  লরেন্স ফেস্টিভ্যালে চসিক মেয়র ড. শাহাদাত হোসেন ও এমপি সালমা জাহিদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ‎পটিয়ায় গভীর রাতে সেনাবাহিনীর অভিযান, অবৈধ গ্যাস কারখানা থেকে ৫১২টি সিলিন্ডার জব্দ চন্দনাইশে হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন’র ইমাম হুসাইন (রা.) কনফারেন্স অনুষ্ঠিত চিটাগাং বিপিএড কলেজের এডহক কমিটির সভাপতি সাংবাদিক মোশাররফ চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ভারী বৃষ্টিতে নোয়াখালীর শহর-গ্রামে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

পটিয়ায় পশ্চিম জিরি সনাতনী গীতাগুরু সংঘ ও গীতা স্কুলের ১৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম জিরি সনাতনী গীতা গুরু সংঘ ও গীতা স্কুলের ১৭তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন সহ জীব জগতের কল্যান ও বিশ্বশান্তি কামনায় এক মহতী গীতাযজ্ঞ অনুষ্টিত হয়েছে।
রবিবার(২৩শে ফেব্রুয়ারী) অনুষ্টিত এ মহতী গীতাযজ্ঞ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ব্রাহ্মমূহুর্তে নগর সংকীর্তন,মঙ্গল প্রদীপ প্রজ্বলন,গুরুপূজা,পার্থ সারথী পূজা,মাতৃসংগীত পরিবেশন ও শ্রীশ্রী চন্ডীপাটের মাধ্যমে এ মহতী গীতাযজ্ঞ অনুষ্টিত হয়েছে।
এছাড়া দুপুরে ভোগরাগ অনুষ্টান শেষে দুর-দুরান্ত থেকে আগত হাজারো স্বধর্ম পরিপোষক ধর্মপ্রান ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।
এর আগের দিন শনিবার(২২শে ফেব্রুয়ারী) বিকেলে সুকুমার নাথ ও ধীমান নাথের পরিচালনায় গীতা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গীতা প্রতিযোগিতা ও মনোজ্ঞ এক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এতে পশ্চিম জিরি উৎসব উদযাপন পরিষদ-২০২৫ এর সভাপতি বাবু রিটন কুমার শীল ও সাধারন সম্পাদক বিপ্লব কান্তি দাশের পরিচালনায় অনুষ্টিত এ গীতাযজ্ঞের সমগ্র অনুষ্টানের পৌরহিত্য করেছেন চটগ্রামের ফতেয়াবদ ব্রহ্মানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্ত যথাক্রমে শ্রীমৎ স্বামী স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ,উওমানন্দ গিরি মহারাজ,সজলানন্দ গিরি মহারাজ,জগদিশ্বরানন্দ ব্রহ্মচারী,রপকানন্দ ব্রহ্মচারী,পুলকানন্দ ব্রহ্মচারী,রামানন্দ ব্রহ্মচারী,তাপসানন্দ ব্রহ্মচারী,চৈতন্য ব্রহ্মচারী।
আরো উপস্হিত ছিলেন উৎসব উদযাপন পরিচালনা পরিষদের ভক্তপ্রবর বাবু মিলন শীল,বাবু নির্মল শীল,বাবু সাধন শীল,বাবু বাবুল নাথ,বাবু দীপক নাথ,বাবু রূপন শীল,বাবু উৎপল শীল,বাবু রাখাল শীল,বাবু শিবু শীল,বাবু পরিমল শীল প্রমুখ।
উল্লেখ্য বিকেল ৪টায় বেদ মন্ত্র পাঠে গীতাযজ্ঞের পূর্ণাহুতি ও মাঙ্গলিক প্রার্থনা এবং এক দীক্ষাদান অনুষ্টানের মাধামে অনুষ্টানের সমাপ্তি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট