1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

পটিয়া আমির ভান্ডার দরবারের ওরশ ১৫জানুয়ারি মাইক ও ডিজে পার্টি নিষিদ্ধ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- ১ মাঘ ১৫ জানুয়ারি বুধবার  পটিয়ায় আমির  ভান্ডার দরবার শরীফের ১৩৯তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।  ওরশ শরীফ উপলক্ষে এখন থেকেই দুর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন ভক্তবৃন্দ। মুখরিত হতে শুরু করেছে আমির ভান্ডার দরবার শরীফ এলাকা। আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জমান শাহ (র:) এর ওরশ উপলক্ষে এবার বেশ কিছু নির্দেশনা জারির পাশপাশি ভক্তবৃন্দের যাতায়াতের সুৃবিধার্থে এবং শৃঙ্কলা রক্ষায় বিশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে মঞ্জিল সমূহে মাইকের ব্যবহার এবং এক পেয়ারের বেশি সাউন্ড ব্যবহার, রেকর্ড করা যেকোন সঙ্গীত ও আশপাশে ডিজে পার্টি নিষিদ্ধ করা হয়েছে।

১৩ জানুয়ারি   সোমবার পটিয়াস্থ আমির

ভান্ডার  দরবার শরীফে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওরশ পরিচালনা ও শৃঙ্কলা কমিটির সদস্য   সাংবাদিক আবেদ আমিরী। এতে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক সাবেক কমিশনার

ইলিয়াছ চৌধুরী ভূট্টো, যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন সোহেল, মোহাম্মদ মনছুর, আবছার উদ্দিন, সাংবাদিক এস. এম.এ কে জাহাঙ্গীর আমিরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য মনছুর আলম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ কালাম, মোহাসম্মদ ফারুক, আকবর হোসেন, লোকমান, মানিক, মনজুরুল আলম, আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ আরিফুজ্জমান আমিরী, এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদে আমির ভান্ডারী পীরে কামেল সামূনুর রশিদ শাহ আমিরী প্রমুখ।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে জানান,

১৪ জানুয়ারি খতমে বুখারী শরীফ ও ১৫ জানুয়ারি ভোর থেকে সম্মিলিত আওলাদে গণের পক্ষে আমির ভান্ডার বড় রওজায় খতমে কোরআ ও মিলাদ শরীফ আদায়। বুধবার ওরশের দিন এশার পর বুধবারের সাপ্তাহিক তাওয়াফ ও সংক্ষিপ্ত মিলাদ অনুষ্ঠান। ওরশের দিন এশার সময় থেকে রাত এগারটা পর্যন্ত মঞ্জিল সমুহে সাউন্ডের ব্যবহার ও বাদ্য-বাজনা সম্পূর্ণ বন্ধ রাখা ও একই সময়ে হাদিয়া তথা পশু দরবারে প্রবেশ করানো নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ করা গাড়িযোগে ডিজে পার্টি বন্ধে কঠোর অবস্থান ধরে রাখা। ওরশের দিন দরবারে শুধুমাত্র আজান, ঘোষনা ও সম্মিলিত মিলাদের জন্য কেন্দ্রীয়ভাবে মাইক ছাড়া কোন মঞ্জিলে মাইক ব্যবহার করতে না করা  ও মেমোরী, সিডি বা পেনড্রাইভের দ্বারা রেকর্ড বাজানো পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সে সাথে আমির ভান্ডার দরবার এলাকায় বসানো যাবে না কোন ধরণের মেলা বা দোকানপাঠ। চলতি বছর আসন্ন ওরশ শরীফ উপলক্ষে আগের বছরের পদক্ষেপ সমূহকে ঠিক রেখে কিছু যুগোপযোগি সিদ্ধান্ত নিয়েছে আমির ভান্ডার সংসদ। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট