1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার। চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত: পর্যটনে অমিত সম্ভাবনার চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম এখনো আটকে আছে নানা সমস্যা ও সীমাবদ্ধতার জটিল জালে। পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন

এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর গভর্নর ব্যাংকার সৈয়দ মিয়া হাসানকে সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর নবনির্বাচিত গভর্নর সৈয়দ মিয়া হাসান কে সংবর্ধনা দেয়া হয়েছে। নিউ ইয়ার সেলিব্রেশন, ডিনার মিটিং , প্রেসিডেন্ট জুয়েল হ‍্যান্ড ওভার, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ,ডিস্ট্রিক্ট ৩ এর অতীত জেলা গর্ভনর এপেক্সিয়ান কামাল পাশার সুযোগ্য সন্তান ন্যাশনাল হকি লিগে কৃতিত্বের সাথে অংশগ্রহণের সম্মাননা স্মারক প্রদান এবং ২০২৫ সালকে বরন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। ৩১ ডিসেম্বর ( মঙ্গলবার)বান্দরবান সদরে ক্যাফে তং রেস্টুরেন্টে এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু, এপেক্স ক্লাব অব নীলাচল,এপেক্স ক্লাব অব পটিয়া ও এপেক্স ক্লাব অব মাতামুহুরি সিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপেক্সিয়ান মো. মোজাম্মেল হোসেন ।এপেক্সিয়ান বিরুলাল তঞ্চঙ্গার সঞ্চালনায় ২০২৫ বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা -৩ এর নবনির্বাচিত গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান সুপঙ্কর বড়ুয়া, পিডিজি, সিসিএ এপেক্সিয়ান নাসিম আহমেদ, পিডিজি এপেক্সিয়ান মো.কামাল পাশা উপস্থিত ছিলেন নীলাচল ক্লাবের ২০২৫ সালের প্রেসিডেন্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এপেক্সিয়ান বিশ্বনাথ তঞ্চঙ্গা,এপেক্স ক্লাব অব পটিয়া’র ২০২৫ সালের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আলমগীর আলম, সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মো. মোরশেদুর রেজা সবুজ, এপেক্স ক্লাব অব বান্দরবানের ২০২৫ সালের প্রেসিডেন্ট নিনি প্রু মারমা, সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিস এডিটর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এপেক্সিয়ান বামং মারমা, নীলাচল ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিলাধন তঞ্চঙ্গা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান শেউ টিং ওয়ান, সাঙ্গু ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, এপেক্স ক্লাব অব মাতামুহুরী সিটি ক্লাবের এপেক্সিয়ান তৌহিদ শিকদার প্রমুখ। নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় ব্যাংকার সৈয়দ মিয়া হাসান বলেন- আমরা এপেক্স ক্লাবে এসেছি সেবা করার জন্য, মানুষের উপকার করার জন্য। আমরা নিজেরা কিছু পাওয়ার প্রত্যাশা করিনা। সেবার মান আরও বাড়ানোর জন্য সংবিধান অনুযায়ী আগামীদিনের কার্যক্রম পরিচালনা করব। সংগঠনে গণতন্ত্র সুরক্ষার জন্য আমরা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছি। নির্বাচন যেহেতু প্রতিযোগিতামূলক একটি বিষয়, সেখানে কিছু বিষয়ে মতানৈক্য না থাকতে পারে। আমি চেষ্টা করব সেবার মানসিকতায় সকল সমস্যা নিরসন করে সদস্যদের ঐক্য আরও মজবুত করার জন্য। তিনি আরো বলেন- এপেক্স ক্লাবের আন্তর্জাতিক সংবিধানের আলোকে কাজ করার চেষ্টা করব পূর্বের ঐক্য আরও মজবুত করার চেষ্টা করব। আমরা সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই। প্রধান অতিথি জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমান বলেন- ” সার্ভিস, সিটিজেনশিপ এন্ড ফেলোশিপ” এপেক্সের অন্যতম আদর্শ। এপেক্সে আমরা আসি সেবার মাধ্যমে সম্মান অর্জনের জন্য, আমরা অন্যের সেবা করব, অন্যকে সম্মান করব, তাহলে আমরা নিজেরাও সন্মানিত হব।পরে শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ ,সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান,বিভিন্ন ক্লাবের ২০২৫ সালের নির্বাচিত প্রেসিডেন্টদের জুয়েল পরিয়ে দেয়া হয় এবং কেক কেটে ২০২৫ সালকে বরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট