1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার হোক মানবতার জয় হোক – নোহা নেছার অন্নি চট্টগ্রামের চন্দনাইশে নবচিন্তা বিষয়ক সেমিনারে উপদেষ্টা ফরিদা আখতার; ইচ্ছে ছিল, ঠিকে আছি, হারিয়ে যায়নি চন্দনাইশে বিএনপি নেতা এম এ হাশেম রাজুর মতবিনিময় জিপিএ-৫ পেয়েছে মুহাম্মদ আবরার হোছাইন চৌধুরী (নাঈম) শহীদ ওমরের কবর জিয়ারত করলেন বোয়ালখালীর নবাগত ওসি “পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম সন্ত্রাস ও চাঁদাবাজের বিএনপি করার অধিকার নেই। ব্যারিস্টার খোকন দোহাজারী দিয়াকুলে শঙ্খ নদীতে যুবক নিখোঁজ — উদ্ধারে ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েছে কবি ও লেখক মোহাম্মদ ইমাদ উদ্দিনকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার প্রদান নোয়াখালীতে দলিল জালিয়াতি করে নাম জারির সময় আটক ১

চাঁঃনবাবগঞ্জে আ.লীগ দোসরদের সুষ্ঠ বিচারের দাবিতে ছাত্রদের কোর্ট ঘেরাও ও বিক্ষোভ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমলি আদালত থেকে বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলায় আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে ‘আওয়ামী লীগের দোসরদের সুষ্ঠু বিচার ও পরাজিত শক্তির গুপ্ত হত্যার বিচার’ নিশ্চিতের দাবিতে কোর্ট ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে আইনজীবী সমিতির সামনে রাস্তার ওপর বসে পড়েন তারা এবং তাদের দাবি আদায়ে নানান ধরনের স্লোগান দিতে থাকেন। এই সময় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের ওপর হামলা ও মামলা হয়েছিল তাদের আইনজীবীদেরকে এক সপ্তাহ পর্যন্ত মামলার নথি সরবরাহ করা হয়নি। অথচ আওয়ামী লীগের গুম ও খুনের আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিছু বিচারক এখনও আওয়ামী লীগের দালালি ভুলতে পারেনি। তাই এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও কঠিন আন্দোলন ও কর্মসূচির হুমকি দেন তারা। আন্দোলনকারীরা আরও অভিযোগ করে বলেন, আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেট আওয়ামী লীগের একজন দোসর। কোর্টে বসে আদালত থেকে জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছেন। বুলেটকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করে তার শাস্তির দাবি জানান তারা। পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলায়মান বিষু শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিলে কর্মসূচি শেষ করা হয়। এই সময় বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, তানভীর আলীসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট