1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে মাটি বিক্রির জেরে ১৩ মামলার আসামী খুন চন্দনাইশে নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ভোররাতে সেনা অভিযান, অস্ত্রসহ যুবক আটক বোয়ালখালীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপনে বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহারে ব্যুহচক্র মেলা চন্দনাইশ দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দরা সুখে নাই মা দিবস শায়ের মুহাম্মদ আকতার উদদীন মোবাইলে বন্দুকের ছবি, তারপর অভিযান—আটক দুই ছাত্রলীগ নেতা মা দিবস -লায়ন মোঃ আবু ছালেহ্ বোয়ালখালীতে “দায়িত্বহীন পার্কিংয়ে আবারো বিপদ: ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের ঘষাঘষি” বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা: অনামিকা বড়ুয়া

বিকাশের দোকানের লাখ টাকা চুরির ঘটনায় বোয়ালখালীতে একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে একটি বিকাশের দোকানের ক্যাশ বাক্স থেকে লাখ টাকা চুরির ঘটনায় মো.আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরার অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে।

এ সময় তার কাছ থেকে চুরির নগদ ৮৭ হাজার টাকা, ১৯ টাকা মূল্যমানের ১২০টি রিচার্জ কার্ড এবং ১৪ টাকা মূল্যমানের ২০টি রিচার্জ কার্ড ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ১ ডিসেম্বর দিন দুপুরে উপজেলা শাকপুরা চৌমুহনী বাজারের মেসার্স লোকনাথ স্টোরের ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনার সিসি ক্যামরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অপরাধী শনাক্তে মাঠে নামে পুলিশ।

ভুক্তভোগী দোকানদার বলেন, ওইদিন মোবাইল ফোনে এক ব্যক্তি জানায় একটি পার্সেল এসেছে তা দ্রুত নিয়ে যেতে। পার্সেল গ্রহণ করতে দোকান থেকে বের হয়ে নির্ধারিত ঠিকানায় যাই। সেখানে কেউ ছিলো না। পরে দোকানে ফিরে এসে দেখি ক্যাশ বাক্সের তালা ভাঙা। নগদ প্রায় দুই লাখ টাকা উধাও।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার আমির প্রাথমিকভাবে জানিয়েছে ১ লাখ ১ হাজার টাকা চুরি করেছে। এর মধ্যে আমির ১৪ হাজার টাকা দিয়ে মোবাইল সেট ক্রয় করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট