1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মগ ভর্তি পানি পান করলো বিষধর খৈয়া গোখরো, বোয়ালখালীতে বিরল দৃশ্য পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড্্কেয়ারবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ পটিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে ইদ্রিস মিয়া- গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়ঐক্য গঠনে ্সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহবান রাষ্ট্রের মালিক জনগণের ইচ্ছাই বাংলাদেশ পরিচালিত হবে – এনামুল হক এনাম নাগরিক সচেতনতা ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন রাংগুনিয়ায় অবৈধ বালি উত্তোলন বন্ধে ৪ দফা বাস্তবায়নে সর্বদলীয় বৈঠক। মনোরেল চালু হলে নগরবাসী যানজটমুক্ত গণপরিবহন সুবিধা পাবে, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন  মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় ডা: শাহাদাত হোসেন চন্দনাইশে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

বোয়ালখালীতে মসজিদ নির্মাণ কাজে বাধা-প্রাণ নাশের হুমকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর বাইতুন নুর জামে মসজিদ নির্মাণ কাজে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল হকের বাধা দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন স্থানীয় শেখ মো.শরীফ নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে বোয়ালখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে শেখ মো.শরীফ বলেন, আমাদের ওয়াকফকৃত ৪ শতক জমিতে শ্রীপুর বাইতুন নুর জামে মসজিদে ফি- ছাবিলিল্লাহ ওয়াকফ্ নামা দলিল সম্পাদন করেন। এই এলাকার ৮০-৯০ পরিবারের মুসল্লিগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ নিমার্ণ কাজ এগিয়ে নিতে বালু ভরাট করার উদ্যোগ নেয়া হয়। এজন্য স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে স্বল্প দামে একটি বালু টাল ক্রয় করি। গত ১৭ নভেম্বর সকালে বালু ভরাট কাজ শুরু হলে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল হকের নির্দেশে স্থানীয় মো. আবছার ওরফে রোকসার, মো. দৌলত মিয়া, মো.জানে আলম ওরফে বাইট্টা নান্নু এসে মসজিদের জায়গায় ভরাট কাজ বন্ধ করতে বলেন। এর কারণ জানতে চাইলে তারা তাদের কাছ থেকে তিন গুণ বেশি দামে বালু কিনতে হবে বলে জানায়। তাদের কথা না শুনলে হাত-পা ভেঙে দিবে বলে হুমকি দেয়। আজিজুল হক মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি ফোনে বলেন৷ “আমি মসজিদ-মন্দির চিনি না” এই মূহুর্তে কাজ বন্ধ।

শরীফ বক্তব্যে আরও বলেন, তাদের কথায় কর্ণাপাত না করে পুনঃরায় ট্রাকে বালু লোড করতে গেলে অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি এসে আমাদেরকে বাধা প্রদান দেয় এবং তাদের কথা না শুনলে মেরে কর্ণফুলী নদীতে লাশ ভাসিয়ে দিবে বলে ভয় দেখান।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে আজিজুল হক থেকে জানতে চাইলে, তিনি মসজিদের নির্মাণ কাজে বাধা দেওয়ার কথাটি অস্বীকার করে বলেন, কোনো মুসলমান মসজিদের কাজে বাধা দেয়। মূলত হচ্ছে অবৈধ বালু উত্তোলন করছে সেগুলো নিয়ে সমস্যা হয়েছে। মসজিদ যে (শরীফ) নির্মাণ করছে সে আমার আপন চাচাতো ভাই। মসজিদ নির্মাণে কেন বাধা দিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট