1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

বোয়ালখালীতে মসজিদ নির্মাণ কাজে বাধা-প্রাণ নাশের হুমকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর বাইতুন নুর জামে মসজিদ নির্মাণ কাজে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল হকের বাধা দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন স্থানীয় শেখ মো.শরীফ নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে বোয়ালখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে শেখ মো.শরীফ বলেন, আমাদের ওয়াকফকৃত ৪ শতক জমিতে শ্রীপুর বাইতুন নুর জামে মসজিদে ফি- ছাবিলিল্লাহ ওয়াকফ্ নামা দলিল সম্পাদন করেন। এই এলাকার ৮০-৯০ পরিবারের মুসল্লিগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ নিমার্ণ কাজ এগিয়ে নিতে বালু ভরাট করার উদ্যোগ নেয়া হয়। এজন্য স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে স্বল্প দামে একটি বালু টাল ক্রয় করি। গত ১৭ নভেম্বর সকালে বালু ভরাট কাজ শুরু হলে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল হকের নির্দেশে স্থানীয় মো. আবছার ওরফে রোকসার, মো. দৌলত মিয়া, মো.জানে আলম ওরফে বাইট্টা নান্নু এসে মসজিদের জায়গায় ভরাট কাজ বন্ধ করতে বলেন। এর কারণ জানতে চাইলে তারা তাদের কাছ থেকে তিন গুণ বেশি দামে বালু কিনতে হবে বলে জানায়। তাদের কথা না শুনলে হাত-পা ভেঙে দিবে বলে হুমকি দেয়। আজিজুল হক মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি ফোনে বলেন৷ “আমি মসজিদ-মন্দির চিনি না” এই মূহুর্তে কাজ বন্ধ।

শরীফ বক্তব্যে আরও বলেন, তাদের কথায় কর্ণাপাত না করে পুনঃরায় ট্রাকে বালু লোড করতে গেলে অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি এসে আমাদেরকে বাধা প্রদান দেয় এবং তাদের কথা না শুনলে মেরে কর্ণফুলী নদীতে লাশ ভাসিয়ে দিবে বলে ভয় দেখান।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে আজিজুল হক থেকে জানতে চাইলে, তিনি মসজিদের নির্মাণ কাজে বাধা দেওয়ার কথাটি অস্বীকার করে বলেন, কোনো মুসলমান মসজিদের কাজে বাধা দেয়। মূলত হচ্ছে অবৈধ বালু উত্তোলন করছে সেগুলো নিয়ে সমস্যা হয়েছে। মসজিদ যে (শরীফ) নির্মাণ করছে সে আমার আপন চাচাতো ভাই। মসজিদ নির্মাণে কেন বাধা দিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট