1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ বোয়ালখালীতে রেমিট্যান্স দিবস পালন প্রবাসীদের অবদান অর্থনীতির চালিকাশক্তি

ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সাড়ে ১৬ বছরের বন্দি জীবন থেকে মুক্ত হয়েছি

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

চন্দনাইশে মানবকল্যাণ পরিষদের উদ্যোগে সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী; ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সাড়ে ১৬ বছরের বন্দি জীবন থেকে মুক্ত হয়েছি
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ১৭৫৭ সালে পরাজিত হয়ে ফিরে এসেছি। ১৯৪৭ সালে দ্বি-প্রজাতিক তত্ত¦ থেকে স্বাধীন হয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। তবে এখনো পর্যন্ত স্বাধীনতার সুফল পায়নি। সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালিত হচ্ছে না। গত ৫ আগস্ট ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সাড়ে ১৬ বছরের বন্দি জীবন থেকে মুক্ত হয়েছি। যদি আগামীতে রাষ্ট্র পরিচালনায় ৪ দফার ভিত্তিতে কোরআন ভিত্তিক দেশ পরিচালিত না হয়। তাহলে এই স্বাধীনতার সুফল অর্জিত হবে না। প্রথম দফা চরিত্র গঠন করতে হবে, ২ দফা সুচিন্তিতভাবে যাকাত দিতে হবে, ৩ দফায় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে, ৪র্থ দফা অসৎ কাজ বর্জন করতে হবে। তাহলে ১৯ দফা বা শতশত দফা দরকার হবে না। যেখান থেকে এসেছি, সেখানে চলে যেতে হলে সালাত কায়েম করতে হবে। এর জন্য প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতির অবদান আবু সায়েদসহ সকল শহীদদের। সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে অনেকে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই অবদানকে স্মরণ করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাদের অবদানকে স্মরণীয় করে রাখার আহব্বান জানান।
গতকাল ১৫ নভেম্বর সন্ধ্যায় চন্দনাইশ উপজেলা চন্দনাইশ সদরস্থ নিউ মার্কেট ভবনের ২য় তলায় মানবকল্যাণ পরিষদের উদ্যোগে “ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমার ও আপনার করণীয়” শীর্ষক আলোচনা সভা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। জাহাঙ্গীর আলম ও হেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সহকারী সচিব মো. নাজিম উদ্দীন, মাওলানা মোসলেম উদ্দীন নেজামী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মৌলানা কুতুব উদ্দীন, অধ্যাপক আযম খান, আবদুল মান্নান, ব্যাংক কর্মকর্তা ওসমান গণি, নুরুল হুদা, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সমন্বয়ক গোলাম কিবরিয়া মিশকাত, প্রফেসর সরোয়ার কামাল চৌধুরী, জানিপপ বিভাগীয় কর্মকর্তা মো. মহিউদ্দীন, অধ্যক্ষ নজরুল ইসলাম, ব্যবসায়ী নেতা সৈয়দ আল মামুন, কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন, মো. হারুন, এড. জিয়া উদ্দীন, মো. হাবিবুল উল্লাহ, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মো. নাসির উল্লাহ, মাহফুজুর রহমান, নুরুল আলম, মো. জাকরিয়া, রিয়াজ উদ্দীন মাহি, শহিদুল ইসলাম, শাহেদুল মোস্তফা, নাজিম উদ্দীন তাওহীদ, হেলাল উদ্দীন, হারুনুর রশিদ, জয়নুল আবেদীন, সাবজন মুন্সি, নুরুল আলম. আহসান সাদেক পারভেজ, মো. মাহফুজ, মোহাম্মদ হাশেম, এমএ ফয়েজ, প্রকৌশলী হাসান মাসুদ আসিফ, মো. এজাজ, আরফাত উদ্দীন, আবদুল্লাহ মো. সাদ, মো. জালাল উদ্দীন, আনিসুর রহমান, প্রকৌশলী মো. আরিফ, মো. শফি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট