1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া সচেতন নাগরিক ফোরামের পরিচিতি সভায় যুব ফোরাম ও ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা বোয়ালখালীতে ব্লু বার্ডস স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বোয়ালখালীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ  বোয়ালখালীতে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুস কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ: নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ চন্দনাইশে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র জশনে জুলুছ সম্পন্ন চন্দনাইশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উঠান বৈঠক প্রবাসী জিয়া উদ্দিন এর স্ত্রী স্বামী কে ভিড়িও কলে রেখে আত্মহত্যা

রাণীরহাট টু কাউখালী সড়কে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজ করছে যুবদল ও স্থানীয় বাসিন্দারা।

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

রিপোর্ট: মোঃ ইউসুফ

রাঙ্গুনিয়া রাণীরহাট থেকে কাউখালী সড়কে ড্রেন পরিস্কার,পানি অপসারণ ও রাস্তা সংস্কারের কাজ করছে,ইসলাপুর ১নং ওয়ার্ড যুবদল ও স্থানীয় বাসিন্দারা,আজ শনিবার সকাল ৯টা থেকে জনদুর্ভোগ লাঘবে অন্তত ৬০/৭০ জন নেতা-কর্মী স্বেচ্ছাশ্রমে ওই কাজগুলো বাস্তবায়ন করছেন।

জানাযায়-রাণীরহাট টু কাউখালী সড়কে বেতছড়ি বহড়াতল মোড় থেকে পাইনবাগান পর্যন্ত রাস্তার পাশের ড্রেনে মাটির আস্তরন জমে পানি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে সেই পানিতে রাস্তা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্গদিন রাস্তায় জমে থাকা পানির কারনে সেটি খনাখন্দে পরিনত হয়ে পথচারী ও যান চলাচলের অযোগ্য হয়ে পরেছে। জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে ইসলামপুর ১নং ওয়ার্ড যুবদলের নেতা-কর্মি ও স্থানীয় বাসিন্দারা।

আয়োজক, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ বিন আলী জানান- এলাকার প্রয়োজনে আমরা যুবদলের নেতা-কর্মিরা ঘরে বসে থাকতে পারিনা। জনদুর্ভোগ লাঘবে আমরা স্বেচ্ছায় সড়ক সংস্কারের কাজে নেমে পরেছি।

সংস্কারমুলক কাজে,উপস্থিত ছিলেন, ইসলামপুর ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, রাণীরহাট চাউল কল মালিক সমিতির সভাপতি নাছের উদ্দিন,বহড়াতল সমাজ প্রতিনিধি সভাপতি জব্বার কোম্পানি,বাগাবিল মাদ্রাসার সুপার কামাল উদ্দিন, ইসলামপুর ছাত্র দলের রিফাত,যুবদলের জমিস,আসাদ,মামুন,ছৈয়দ,আঃ মন্নান,জব্বর, আলী,ওহিদুল আলমসহ ৫০ জন নেতা-কর্মিরা যুক্ত ছিলেন।

রাজানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান- এ রাস্তায় প্রায়ই পানি জমে থাকে। কষ্ট হলেও পানির মধ্যেই চলাচল করতে বাধ্য ছিলাম। যুবক ছেলেদের উদ্যোগে পানি নিস্কাসন,ড্রেন পরিস্কার ও রাস্তা সংস্কারের যে কাজ চলছে তা প্রশংসার দাবী রাখে।

পথচারী ও অটো চালক ওলি,হাসান বলেন-জনদুর্ভোগ লাঘবে যে কাজগুলো সড়ক ও জনপথ কর্তৃপক্ষ করার কথা ছিলো কিন্ত তারা যথাসময়ে সেটি না করায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। স্বেচ্ছাশ্রমে যুবদলের নেতা-কর্মিরা সংস্কারমুলক যে কাজ করছে তা প্রশংসনীয়।

ইসলাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতি মোঃ মন্নান রনি, মোঃ মন্জু বলেন-দেশের মতোই ইসলামপুর ইউনিয়ন ও ওয়ার্ড সংস্কারে যেখানে সেটা করা প্রয়োজন সেটি করার জন্য তিনি দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের নির্দেশ দিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে স্ব-উদ্যোগে স্বেচ্ছাশ্রমে যুবদলের নেতা-কর্মিদের এমন কাজের প্রশংসা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট