1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গৌরব অর্জনে সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

আবু নাঈম,বোয়ালখালী প্রতিনিধি :

শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ সফল শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী পূর্ণ চন্দ্র সেন উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়ে এ বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কামরুল হাসান, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মজিবুর রহমান ফারুকী, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপসহ শিক্ষার্থীদের পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছেন বিদ্যালয়টি।
এবিষয়ে প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, জতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহবান করেন উপজেলা প্রশাসন। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী আমাদের বিদ্যালয়কে সেরা হিসেবে নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনয়ন বোর্ড।
শ্রেষ্ঠত্বের প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক কামরুল হাসান আরো বলেন, পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়টি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন এ বিদ্যালয়টি। তারই ধারাবাহিকতায় পূর্বের ন্যায় বিদ্যালয়ের ফলাফল, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, পাঠদানের নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় এবারো শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক কামরুল হাসান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। প্রয়োজন শুধু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা এবং সহযোগিতা।
একাধিকবার শ্রেষ্টত্বের গৌরব অর্জন করায় সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ অঞ্চলে শিক্ষার গুণগত মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আমাদের এ বিদ্যালয়টি। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট